3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

আগামী বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার বাংলাদেশি

কোন দেশ থেকে কতজন ২০২৫ সালে হজ পালন করতে যেতে পারবেন, তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সে অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে যেতে পারবেন।

রোববার ২৩ জুন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য জানিয়েছে।

হাব সভাপতি জানান, কতজন সরকারি ব্যবস্থাপনায় এবং কতজন বেসরকারি হজ ব্যবস্থাপনায় হজ করবেন, সরকার পরে তা জানাবে।

ধর্ম মন্ত্রণালয় ও হাব বেসরকারি ও সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করবে।

২০২৪ সালে বাংলাদেশের জন্য হজের কোটা ছিল এক লাখ ২৭ হাজার। তবে মোট ৮৫ হাজার ১১২ জন বাংলাদেশি হজ পালন করেছেন।

হজ অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৮২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৩০ জন হজ পালন করেছেন।

সূত্রঃ হাব

এম.কে
২৪ জুন ২০২৪

আরো পড়ুন

২১ জুলাই মুসলিম হবেন ২৩ হিন্দু যুবা, যোগীকে ‘চ্যালেঞ্জ’ বরেলির মৌলানার!

মুসলিম দেশটিতে নিষিদ্ধ হলো হিজাব, ঈদ উদযাপনে বাঁধা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০