বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েমের আইনি প্রতিষ্ঠান ‘ল’ টেম্পল (Law Temple)-এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আজ।
শুক্রবার (২০ জুন) রাজধানীর বিজয় নগরে অবস্থিত জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারের ১১ তলায় দুপুর ২টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য আয়োজনে নতুন এই আইনি চেম্বারের যাত্রা শুরু হবে।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. বোরহান উদ্দিন খান।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, খবরের কাগজ পত্রিকার ডেপুটি এডিটর এনাম আবেদীন এবং দৈনিক যুগান্তর-এর সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন।
‘ল’ টেম্পলের হেড অব চেম্বার ব্যারিস্টার মো. সায়েম জানান, “মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এই প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। দেওয়ানি, ফৌজদারি ও কর্পোরেটসহ আইনের বিভিন্ন শাখায় আমরা সেবা দেব। পাশাপাশি মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে ল’ টেম্পল।”
এম.কে
২০ জুন ২০২৫