TV3 BANGLA
বাংলাদেশ

আত্রাই বাঁধ ধসে উত্তাপ, চাপে ভারত; ইঙ্গিত বাংলাদেশ-চীন সংযোগের

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আত্রাই নদীর ওপর সদ্য নির্মিত বাঁধ ধসে পড়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে আন্তর্জাতিক মাত্রা যোগ হয়েছে। নাম না করে বাংলাদেশ ও চীনকে দোষারোপ করে তিনি বলেন, সীমান্তবর্তী দুটি দেশের নির্মিত বাঁধের কারণে ভারতের অংশে আত্রাই নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতের দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে ফের বাংলাদেশেই ফিরে যায়। নদীর স্রোত নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকার প্রায় ৩০ কোটি রুপি ব্যয়ে বাঁধ নির্মাণ করলেও সেটি দ্বিতীয়বারের মতো ভেঙে পড়ে। প্রথম ধস ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে। সর্বশেষ ২০ মে ভোরে ফের প্রায় ৪০ ফুট অংশ নদীর তোড়ে ধসে পড়ে।

বাঁধ ধসের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বিদেশি বাঁধ প্রকল্পের প্রভাব ও কেন্দ্রীয় সরকারের ‘উদাসীনতা’কে দায়ী করেন। একই সঙ্গে সিকিমের ১৪টি জলবিদ্যুৎ প্রকল্পের কারণে জলপ্রবাহের ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

মমতার এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে, আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের সক্রিয়তা ভারতের সীমান্ত রাজ্যগুলোর ওপর চাপ তৈরি করছে। একদিকে আত্রাই নদীতে পানির অভাব, অন্যদিকে হঠাৎ করে স্রোতের চাপ—উভয়ই ভারতীয় অবকাঠামোকে দুর্বল করে তুলছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ নদী কূটনীতিতে অমীমাংসিত ইস্যু এবং চীনের হিমালয় অঞ্চলে জলপ্রকল্প সম্প্রসারণ—উভয় মিলেই ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে জলবায়ু-নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। আত্রাই বাঁধ ধস সেই বড় ছবিরই একটি অংশ।

সূত্রঃ আনন্দবাজার

এম.কে
২৩ মে ২০২৫

আরো পড়ুন

ছাত্রশক্তির কাছে ছাত্র রাজনীতির পাঠে ছাত্রলীগের পরাজয়

মতলবে মহানবি (সা.)-কে কটূক্তির অভিযোগঃ প্রবাসীর বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা

দুর্নীতির শঙ্কায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা