21.4 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আফগান আশ্রয় প্রকল্প ফাঁসঃ দাঙ্গার আশঙ্কায় ব্রিটিশ সরকার

যুক্তরাজ্যে গোপনে পরিচালিত একটি আফগান পুনর্বাসন প্রকল্পের তথ্য ফাঁস হওয়ার পর দেশজুড়ে জনরোষ ও দাঙ্গার আশঙ্কায় উদ্বিগ্ন ব্রিটিশ সরকার। ‘আফগানিস্তান রেসপন্স রুট’ নামের এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৪,৫০০ আফগান সেনা ও তাদের পরিবারকে যুক্তরাজ্যে আনা হয়েছে এবং পুরো প্রকল্পে খরচ হয়েছে প্রায় £৮৫০ মিলিয়ন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সেনাবাহিনীর এক ভুলে প্রায় ২৫,০০০ আফগান নাগরিকের পরিচয় ফাঁস হয়ে যায়, যাদের মধ্যে অনেকে আগে যুক্তরাজ্যের সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন। এরপরই পূর্ববর্তী কনজারভেটিভ সরকার একটি ‘সুপারইনজাংশন’ জারি করে যাতে সংবাদমাধ্যম এই প্রকল্প নিয়ে কোনও প্রতিবেদন প্রকাশ করতে না পারে। দীর্ঘদিন পর আজ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

প্রকল্পের আওতায় ৯০০ জন ‘আফগান রিলোকেশন অ্যান্ড অ্যাসিস্টেন্স পলিসি (ARAP)’ আবেদনকারী এবং প্রায় ৩,৬০০ জন তাদের পরিবারের সদস্য যুক্তরাজ্যে প্রবেশ করেছে অথবা রওনা হয়েছে। এছাড়া আরও ৬০০ জনকে শিগগিরই পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বন্ধ হওয়ার আগেই মোট ৬,৯০০ ব্যক্তিকে যুক্তরাজ্যে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ প্রকাশের পর প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, প্রকল্পের তথ্য ফাঁসের ফলে দেশের ভেতরে ‘পাবলিক ডিসঅর্ডার’ বা গণ-অস্থিরতা সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় বলেছে, এখন সকল সরকারি বিভাগকে একযোগে কাজ করতে হবে এই সংকট মোকাবেলায়।

এই বিষয়ে একটি হোয়াইটহল ব্রিফিং নোটে বলা হয়েছে, জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তারা এতদিন এই গোপন প্রকল্প সম্পর্কে কিছু জানত না।

প্রতিরক্ষা সচিব জন হিলি সংসদে বলেন, সুপারইনজাংশনের কারণে তিনি এই গুরুতর ইস্যুটি নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে না পারায় নিজেকে “অত্যন্ত অস্বস্তিকর” অবস্থায় অনুভব করেছেন। তিনি আরও বলেন, প্রকল্পের পর্যালোচনায় উঠে এসেছে যে, তালেবানদের হাতে তথ্য ফাঁস হওয়ার ঝুঁকির প্রেক্ষিতে এই পুনর্বাসন পরিকল্পনাটি ‘অতিরঞ্জিত’ হতে পারে।

জন হিলি জানান, পুনর্বাসন প্রকল্পগুলো বন্ধ করে দিলে সরকারের ব্যয় £১.২ বিলিয়ন কমবে এবং প্রায় ৯,৫০০ জন কম আফগান যুক্তরাজ্যে প্রবেশ করবে।

সমালোচকদের মতে এখন দেখার বিষয়, জনগণের প্রতিক্রিয়া কী হয় এবং সরকার কীভাবে পরিস্থিতি সামাল দেয়। তবে সরকারের ভেতর থেকেই যে আশঙ্কার বার্তা উঠে এসেছে, তা পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করে তুলেছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

১৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

গাঁজাসেবনকারীদের গ্রেফতার নয়, সংশোধন চান সাদিক খান

অনলাইন ডেস্ক

বিয়ে করবেন বরিস জনসন

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বাই-টু-লেট কোম্পানিগুলো সবচেয়ে বড় ব্যবসায়িক খাত হয়ে উঠেছে