TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান

আবারও লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির সাদিক খান।

 

শনিবার (৮ মে) রাতে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে পরাজিত করেন দ্বিতীয়বারের মতো লন্ডনের নির্বাচিত হন সাদিক খান। প্রথম রাউন্ড ভোটে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারার পর দ্বিতীয় রাউন্ডে সাদিক খান ৫৫ দশমিক ২ ভাগ পপুলার ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৬ সালে সাদিক খান ইউরোপের কোনো রাজধানী নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন।

 

মেয়র পদে পুরনায় নির্বাচিত হওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ধন্যবাদ লন্ডন। আরও তিন বছর আমার ভালোবাসার লন্ডন শহরের সেবা করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সেরা সম্মান।’

 

 

বিবিসি জানায়, পুরো নির্বাচনী প্রক্রিয়াতেই সাদিক খান এগিয়ে ছিলেন। সাদিক খান ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। তৃতীয় স্থানে থাকা গ্রিন পার্টির প্রার্থী সায়ান বেরির প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৯৭৬। তবে ২০১৬ সালের মতো এবার সাদিক খান রেকর্ড সৃষ্টিকারী ভোট পেতে ব্যর্থ হয়েছেন।

 

১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের জন্ম। তার বাবা আমানুল্লাহ ও মা সেরুন ১৯৬৮ সালে পাকিস্তান থেকে লন্ডন যান। সাদিক খানের স্ত্রীর নাম সাদিয়া। তাদের দু’মেয়ে রয়েছে।

 

৯ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্থানীয় সরকার তহবিলে বড় পরিবর্তনের পথে লেবার সরকার

ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশমন্ত্রীর মতবিনিময়