3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

আমজাদকে বাঁচাতে এগিয়ে আসুন

মেধাবী তরুণ আমজাদ আলীকে বাঁচাতে এগিয়ে আসুন। আমজাদের দু’টি কিডনিই অকেজো। এখন একমাত্র বিকল্প- কিডনি প্রতিস্থাপন। এজন্য প্রয়োজন কমপক্ষে ৩০ লাখ টাকা। দরিদ্র কৃষক বাবা-মায়ের পক্ষে আদরের সন্তানের চিকিতসা খরচ যোগানো সাধ্যের বাইরে। এখন আপনাদেরই সাহায্যের হাত বাঁচাতে পারে আমজাদের জীবন।

 

আমজাদ আলী। আটাশের টগবগে তরুণ। বছর দুয়েক আগে অর্থনীতিতে অনার্স ডিগ্রি নিয়েছেন দিনাজপুর সরকারি কলেজ থেকে। এর পেছনে আছে এক করুণ কাহিনী। ২০১২-তে দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়ি মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি উত্তীর্ণ তরুণ আমজাদ পা রাখেন রাজধানী ঢাকায়। দারিদ্র্য জয়ের নেশায় কাজ নেন রেস্টুরেন্টে। পরিবারের মুখে অন্ন যোগানোর পাশাপাশি নিজের পড়ার খরচও সংস্থান করতে থাকেন। ঢাকায় নিরলস শ্রম বিক্রি করে শুধু পরীক্ষা দিতে হাজির হন দিনাজপুরে। অনার্সের ফলাফল আহামরি না হলেও মুখ উজ্জ্বল করেন পরিবারের।

 

শৈশব থেকেই মেধার স্ফূরণ ঘটিয়েছেন আমজাদ। ২০১০ সালে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। এছাড়া শিক্ষা জীবনের অন্য ধাপেও অর্জন করেছেন ঈর্ষণীয় ফলাফল।

 

অনার্সের পর ভর্তি হয়েছিলেন মাস্টার্সেও। পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশ করবেন, পরিবারের সব চাওয়া পূরণ করবেন, সাফল্য-তিলকে সাজাবেন জীবনের ভিত। এমন সময় জীবনে নেমে আসে ঘোর-অমানিশা। আক্রান্ত হন কিডনি জটিলতায়। বর্তমানে সপ্তাহে দু’দিন ডায়ালাইসিস করে জীবনের সংগে লড়ছেন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদের দু’টি কিডনিই অকেজো। এখন একমাত্র বিকল্প- কিডনি প্রতিস্থাপন। এজন্য প্রয়োজন ন্যূনপক্ষে ৩০ লাখ টাকা। কিন্তু কে যোগাবে এতো অর্থ?

 

দিনাজপুর জেলার বীরগঞ্জের ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের খড়িকাদাম গ্রামের আমজাদ আলী, চার ভাইয়ের মধ্যে সবার বড়। বাবা বেলাল হোসেন পেশায় কৃষক। কৃষক বাবার পক্ষে পরিবারের ভরণ-পোষণের পাশাপাশি আমজাদের চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আমজাদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়াতে সবার কাছে অনুরোধ করেছেন তাঁর বন্ধু-স্বজন ও শুভাকাক্সক্ষীরা।

 

আপনার-আমার সম্মিলিত সহযোগিতায় আবারও বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারেন আমজাদ আলী। ঘুরে দাঁড়াতে পারে কৃষক বেলাল হোসেনের অসহায় পরিবার।

 

আমজাদ আলী’র কিডনি প্রতিস্থাপনে আপনিও সহায়তার হাত বাড়াতে পারেন।

 

এজেন্ট ব্যাংক সার্ভিস:

ব্যাংক এশিয়া লিমিটেড

অ্যাকাউন্ট টাইটেল: Md Farjul Islam

অ্যাকাউন্ট নাম্বার: 1083427050248

 

মোবাইল ব্যাংকিং:

মো. ফারজুল ইসলাম

বিকাশ: 01924-247802 (পার্সোনাল)

নগদ: 01924-247802 (পার্সোনাল)

 

১২ সেপ্টেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

কনজারভেটিভ সরকারের বিতর্কিত রুয়ান্ডা নির্বাসন মামলায় পরাজয়

যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগে বড় অংকের জরিমানা

বিষয়ভিত্তিক বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের চারটি