নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, তিনিও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারেন। ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
অমর্ত্য সেন প্রশ্ন তোলেন, ভারতকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, কিন্তু আজ সেই গণতন্ত্র কোথায়? তিনি মনে করেন, সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো গণতান্ত্রিক মূল্যবোধকে দুর্বল করছে এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করছে।
তিনি আরও বলেন, দেশের ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের উপর যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা শুধু দুঃখজনকই নয় বরং বিপজ্জনক দিকের ইঙ্গিত বহন করছে। অমর্ত্য সেন উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ যদি একজন নোবেল বিজয়ীকেও বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি অনুভব করতে হয়, তবে সাধারণ মানুষের অবস্থাই বা কেমন হতে পারে?
বিজেপি সরকারের নানা সিদ্ধান্তকে আক্রমণ করে তিনি মন্তব্য করেন, এভাবে চলতে থাকলে ভারতের গণতন্ত্র শুধু নামেই থাকবে, বাস্তবে তা হারিয়ে যাবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৩ আগস্ট ২০২৫