সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন চার ধরনের ভিসা চালুর ঘোষণা দিয়েছে। দেশটির ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, পর্যটক এবং বিনোদন ও ইভেন্ট খাতের পেশাজীবীদের আকৃষ্ট করা।
নতুন ভিসাগুলোর মধ্যে রয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা, বিনোদন ভিসা, ইভেন্ট ভিসা এবং ক্রুজ শিপ ও অবকাশযাপন নৌযান ভিসা। এসব ভিসায় নির্দিষ্ট মেয়াদের জন্য একক বা একাধিক যাত্রার সুযোগ দেওয়া হবে। এআই ভিসার জন্য নিবন্ধিত প্রযুক্তি কোম্পানির স্পন্সরশিপ, ইভেন্ট ভিসার জন্য সরকারি বা বেসরকারি সংস্থার অনুমোদন এবং ক্রুজ ভিসার জন্য লাইসেন্সপ্রাপ্ত পর্যটন প্রতিষ্ঠানের স্পন্সর আবশ্যক।
ভিসার মেয়াদ সাধারণত ৩০ দিন বা ৯০ দিন হবে। ইভেন্ট বা ক্রুজ ভিসার ক্ষেত্রে মেয়াদ নির্ভর করবে কার্যক্রম বা ভ্রমণসূচির ওপর। ফি ২০০–২৫০ দিরহাম থেকে শুরু হয়ে ৯০ দিনের ক্ষেত্রে ৬০০–৭৫০ দিরহাম পর্যন্ত হতে পারে। মাল্টিপল এন্ট্রি ভিসার ফি প্রায় ১ হাজার দিরহাম বা তার বেশি ধরা হয়েছে।
অধিকাংশ ভিসা একবার নবায়নযোগ্য, তবে ইভেন্ট ভিসা সাধারণত নবায়নযোগ্য নয়। নবায়নের মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে। সময়সীমা অতিক্রম করলে জরিমানার বিধান থাকবে। পাশাপাশি এআই বিশেষজ্ঞ ও ব্যবসা অনুসন্ধান ভিসার ক্ষেত্রে আর্থিক সক্ষমতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কাগজপত্র জমা দিতে হবে।
সব ধরনের ভিসার জন্য স্থানীয় স্পন্সর বা হোস্ট প্রয়োজন হবে। আবেদন করতে হবে আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট (icp.gov.ae) বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে।
সূত্রঃ আরব নিউজ
এম.কে
০১ অক্টোবর ২০২৫