5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
Uncategorizedবাংলাদেশ

আর লোডশেডিং হবে নাঃ জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, অতিরিক্ত গরম ও গ্যাস সংকটে কিছুদিন সমস্যা থাকলেও আর লোডশেডিং হবে না।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা।

বৈঠক শেষে ফাওজুল কবির খান বলেন, আসন্ন শীতেও গ্যাস ও বিদ্যুতের সংকট হবে না।

এদিকে দেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপজেলা ভোলায় আরও সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের, ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) উত্তোলনযোগ্য গ্যাসের সন্ধান মিলেছে বলে যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা বিভ্রান্তিকর বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

বৈঠক শেষে, ভোলায় ৫ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য সঠিক নয় জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সেখানে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ হতে পারে ২ টিসিএফ এর কিছু বেশি।

ভোলায় পাঁচ টিসিএফ গ্যাস মজুতের তথ্য বিভ্রান্তিকর উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সম্ভাবনা বের করতে সারা দেশে ১০০টি গ্যাস কূপ খননের উদ্যোগ নেয়া হয়েছে।

উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া এখন থেকে কোনো প্রকল্প নেয়া কিংবা টেন্ডার দেয়া হবে না বলেও জানান তিনি।

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

আমিরাত থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা

লিডিং ইউনিভার্সিটির ‘নির্যাতিত’ সেই উপাচার্যকে দায়িত্বে ফেরালেন শিক্ষার্থীরা

Essential documents need to be keep for undocumented people!