TV3 BANGLA
বাংলাদেশ

আসছে ‘জনযাত্রা’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

কয়েকটা দিন পরেই ‘জনযাত্রা’ নামে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে নতুন এ রাজনৈতিক প্লাটফর্ম গঠনে যুক্ত হচ্ছেন-বিভিন্ন মতাদর্শের তরুণ, ছাত্রনেতা,বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর ব্যক্তিরাসহ জুলাই গণ-অভ্যুত্থানের বিল্পবী নেতারা।

 

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনেক শীর্ষ নেতারাও এ ‘জনযাত্রা’য় সম্পৃক্ত হচ্ছেন।

সংশ্লিষ্টদের বক্তব্য, নতুন এ রাজনৈতিক প্লাটফর্মটি বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে কাজ করবে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকবে দলে, এবং এখানে উপর থেকে কেউ ছড়ি ঘোরাবে না।

এ প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, নতুন এ রাজনৈতিক প্লাটফর্মটি আগামী শুক্রবার আত্মপ্রকাশ করবে।

এখানে মূলত জুলাই গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত বীররাই নেতৃত্ব দেবে। বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণরা যুক্ত হবে। জুলাইয়ের পরবর্তী সময়ে যারা ধর্মভিক্তিক রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে যে রাজনীতি বিগত সময়গুলোতে হয়েছে এর বিপরীতে এ প্লাটফর্মটি দাঁড়াচ্ছে।

জুলাই অভ্যুত্থানের পরও নারী বিদ্বেষী, আদিবাসী বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী অর্থাৎ দক্ষিণপন্থী যে রাজনীতি হয়েছে-হচ্ছে সেই দক্ষিণপন্থী রাজনীতির বিপক্ষে আমরা ঐক্য হচ্ছি।

মেঘমল্লার বসু আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে একটি ভিন্ন শক্তি ছিল, সেই অভ্যুত্থানে নানান সামাজিক শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত ছিল। তারা একটি বৈষম্যহীন সমাজ এবং একটা শোষনমুক্ত সমাজ গঠনের জন্য এক একত্রিত হয়েছিল। আমরা আসলে সত্যি সত্যি বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন দেশ হিসেবে দেখতে চাই।

যেখানে একজন মানুষ যে কোন ধর্মের অনুসারী হউক কিংবা নাস্তিক হোক-তার ধর্মীয় অধিকার সমান হবে। নারী পুরুষের মধ্যে যে সামাজিক সাংস্কৃতিক পার্থক্য বা বৈষম্য আছে, সেগুলো থাকবে না। আমরা মূলত নতুনভাবে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চাই। এমন রাজনীতিতে সহায়ক হতে চাই।

সংশ্লিষ্টরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী ভাবাদর্শের অনেকে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন।

গত সেপ্টেম্বরে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করা অনিক রায়, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও অলিক মৃ থাকছেন এই প্ল্যাটফর্মে। তাদের মধ্যে অনিক রায় বামধারার ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। পরে এনসিপিতে যোগ দিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক হয়েছিলেন তিনি।

লেখক ও অ্যাকটিভিস্ট তুহিন খান ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব। আর আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদের সাবেক নেতা অলিক মৃ ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক। ইতোমধ্যে তারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

জনযাত্রা নামের নতুন এ প্ল্যাটফর্মে সম্পৃক্ত হচ্ছেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, লেখক ও গবেষক মীর হুযাইফা আল মামদূহ, লেখক ফেরদৌস আরা রুমী, ছাত্র ইউনিয়নের নেত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ বাম ও মধ্যপন্থী মতাদর্শের বহু তরুণরা।

এছাড়া বিভিন্ন মতাদর্শের তরুণ অ্যাকটিভিস্ট, ছাত্রনেতা, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর অনুসারীরা এই প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ অনুষ্ঠানে সম্পৃক্ত হবেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, প্রায় এক বছর আগে থেকে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ শুরু হয়। সেসময় এর প্রস্তাবিত নাম ছিল ‘নিউ পলিটিক্যাল অ্যাকশন’ (নতুন রাজনৈতিক প্রয়াস)। তবে প্ল্যাটফর্মের জন্য তিন-চারটি নাম বিবেচনায় থাকলেও প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় জনযাত্রা।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন-এমনটা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত বীর-যোদ্ধারাও সম্পৃক্ত হবেন এ প্লাটফর্মে।

এম.কে

আরো পড়ুন

সিলেট জেলা বিএনপির সেক্রেটারি ব্যবহার করছেন গণিমতের গাড়ি

এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়ঃ তারেক রহমান

২৮ অক্টোবর ঘিরে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য