ভারতের আসাম রাজ্যের বিধানসভায় যুগ যুগ ধরে চলে আসা জুমার নামাজের বিরতি বাতিল করা হয়েছে। মুসলিম সাংসদরা যেন নামাজ আদায় করতে পারেন, সেজন্য যুগ যুগ ধরে জুমার নামাজের জন্য দুই ঘণ্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হতো।
শুক্রবার ৩০ আগস্ট সংসদের রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতো হবে।
১৯৩৭ সালে মুসলিম লীগের সৈয়দ সদুল্লাহ প্রথম এই নিয়ম চালু করেছিলেন। তারপর থেকে ভারতের স্বাধীনতার পরও একইভাবে চলে আসছিল।
ঐতিহাসিক এই সিদ্ধান্ত পরিবর্তনের পর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, পুরনো এই রীতি দূর করে আরও উৎপাদনশীল এবং আধুনিক আইনি প্রক্রিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি রাজ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মুহূর্ত।
সূত্রঃ এনডিটিভি
এম.কে
৩১ আগস্ট ২০২৪