14.6 C
London
May 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

আসিফ, মাহফুজ ও খলিলুরের অব্যাহতি চাইলো বিএনপি

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—আসিফ, মাহফুজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক সংশ্লিষ্টতা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন তাদের অব্যাহতির দাবি জানান।

তিনি বলেন, এসব উপদেষ্টার কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিএনপি ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে সরকারের প্রতি সহযোগিতা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে ‘রহস্যজনক’ আখ্যা দিয়ে বলেন, স্থানীয় নির্বাচনের দাবিতে ইসি ঘেরাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিও জানায় বিএনপি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ কেবল নির্বাচন আয়োজন, তাই ভারী উপদেষ্টা পরিষদের প্রয়োজন নেই। রুটিন কার্যক্রম পরিচালনায় ছোট আকারের নিরপেক্ষ উপদেষ্টা দলই যথেষ্ট।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

এম.কে
২২ মে ২০২৫

আরো পড়ুন

এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো ব্রিটিশ সংস্থা

চারুশিল্পীর বাড়িতে আগুনঃ ‘মিশন কমপ্লিট’ লিখে ফেসবুকে ছাত্রলীগ নেতার পোস্ট

সব অ্যান্ড্রয়েড মুঠোফোনে বিজয় কি-বোর্ড থাকতে হবে: বিটিআরসি