4 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭

আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলীয় ডোনেগাল কাউন্টিতে একটি পেট্রোল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গার্দা সিয়োচানা পুলিশ জানায়, ক্রিসলাফ গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।  আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

 

পুলিশ আরও জানায়, শুক্রবার(৭ অক্টোবর) তিনজনের মৃত্যু হয়। পরে ওই দিনগত রাতে আরও চারজনের মৃত্যু হয়।

 

স্থানীয় বাসিন্দা কিরন গ্যালাঘের জানান, তার বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে।  বিস্ফোরণটিতে বোমার মতো শব্দ হয়েছিল।

 

৮ অক্টোবর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

Law with N. Rahman 🇬🇧 17 October

যুক্তরাজ্যের ম্যাকডোনাল্ডসের চেইন স্টোরগুলোতে ঘটছে যৌন নিপিড়নের ঘটনা

সোল অথবা জয়েন্ট মর্গেজ অ্যাপ্লিকেশন