31.2 C
London
July 11, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

ইংরেজি ও গণিতে ব্যর্থতায় সিলেটে এসএসসি ফলাফল বিপর্যয়

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে। মূলত ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ব্যর্থতা এই ফলাফলের বড় কারণ বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

চেয়ারম্যান জানান, শুধু গণিতেই ফেল করেছে ১৬.৮৩ শতাংশ শিক্ষার্থী, আর ইংরেজিতে ফেল করেছে ১০-১২ শতাংশ। এতে বোর্ডের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৪.৭৮ শতাংশ কম। একইসঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১,৮৫৭ জন।

এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলা থেকে ১ লাখ ২ হাজার ২১৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। জেলায় জেলায় পাসের হারে বৈচিত্র্য দেখা গেছে—সিলেটে ৭৩.৫০%, সুনামগঞ্জে ৬৮.৪৬%, হবিগঞ্জে ৬৫.১৪% এবং মৌলভীবাজারে মাত্র ৬২.১৫%।

বিষয়ভিত্তিক ফলাফলেও পার্থক্য স্পষ্ট। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৭.৫৭% হলেও মানবিক বিভাগে তা নেমে এসেছে ৬৪.৭১ শতাংশে। বিজ্ঞান বিভাগ থেকেই এসেছে জিপিএ-৫ পাওয়া ৩,৪১১ জন শিক্ষার্থীর বড় অংশ। মানবিক বিভাগ থেকে পেয়েছে মাত্র ১০৯ জন, আর ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।

লিঙ্গভিত্তিক ফলাফলেও ছেলেরা কিছুটা এগিয়ে। ছেলেদের পাসের হার ৬৮.৬২% এবং মেয়েদের ৬৮.৫৪%। পরীক্ষায় অংশ নেয়া ৯৬৫টি স্কুলের মধ্যে মাত্র ৭টি স্কুল শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে।

চেয়ারম্যান আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে না পারায় সারাদেশেই ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে দুর্গম হাওর ও গ্রামীণ এলাকায় ইংরেজি ও গণিত বিষয়ের যোগ্য শিক্ষক না থাকাও ফলাফলের অবনমনে ভূমিকা রেখেছে।”

বিশেষজ্ঞদের মতে, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল সিলেটে শিক্ষাব্যবস্থার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে—যেখানে দুইটি প্রধান বিষয়ে দুর্বলতা গোটা অঞ্চলের শিক্ষার্থীদের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করছে। শিক্ষক ঘাটতি, দুর্বল একাডেমিক প্রস্তুতি এবং অব্যবস্থাপনার সংস্কৃতি কাটিয়ে উঠতেই এখন প্রধান মনোযোগ প্রয়োজন।

এম.কে
১১ জুলাই ২০২৫

আরো পড়ুন

শিক্ষার্থীদের ভিসা ইস্যু বেগবানে ব্রিটিশ হাইকমিশনারকে অনুরোধ

অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারেঃ অ্যাটর্নি জেনারেল

আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, ২৫ জানুয়ারি থেকে কার্যকর