2.9 C
London
January 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডের এনএইচএস হাসপাতাল ট্রাস্ট লেবার সরকারের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ

যুক্তরাজ্য লেবার সরকারের প্রধানমন্ত্রীর ঘোষিত ‘মাইলস্টোন’ অনুযায়ী ৯২% রোগীর ১৮ সপ্তাহের মধ্যে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও, এনএইসএসের ১২৪টি ট্রাস্টের একটিও এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়নি।

একটি নতুন বিশ্লেষণ থেকে জানা গেছে, ইংল্যান্ডের প্রতিটি এনএইচএস হাসপাতাল ট্রাস্ট সরকারের দেয়া লক্ষণ পূরণে ব্যর্থ হচ্ছে। লেবার নেতা কিয়ার স্টারমারের ১৮ সপ্তাহের মধ্যে ৯২% রোগীকে চিকিৎসা দেওয়ার মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে লেবার সরকার।

সাম্প্রতিক ডেটা অনুযায়ী, কয়েকটি হাসপাতাল ট্রাস্টে ৫০% বেশি রোগী ১৮ সপ্তাহ ধরে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন।

কিয়ার স্টারমার চলতি মাসের শুরুতে হাসপাতালের অপেক্ষারত রোগীদের সংখ্যা কমিয়ে এনএইচএস-এর ১৮-সপ্তাহের মানদণ্ড পুনরুদ্ধারের পরিকল্পনা প্রকাশ করেন। এই লক্ষ্য সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পূরণ হয়েছিল। তথ্যমতে জানা যায় এনএইচএস সংস্কারের জন্য একটি ১০-বছরের পরিকল্পনা আসছে বসন্তে প্রকাশিত হবে।

অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, রোগীদের অপেক্ষমান তালিকায় ৭.৫৪ মিলিয়ন কেস রয়েছে। যার মধ্যে ৬.৩৪ মিলিয়ন রোগী চিকিৎসার অপেক্ষায় আছেন। ৩.১ মিলিয়ন কেসে রোগীরা ১৮ সপ্তাহের বেশি সময় ধরে অপেক্ষা করছেন এবং ২,৩৪,৮৮৫ রোগী এক বছরের বেশি সময় ধরে চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।

কিছু বিশেষায়িত এবং কমিউনিটি ট্রাস্ট এই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে, যার মধ্যে রয়েছে:

কেন্ট কমিউনিটি হেলথ এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট,

সাউথ ওয়েস্ট ইয়র্কশায়ার পার্টনারশিপ এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট,

রয়্যাল মার্সডেন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট।

এনএইচএস কনফেডারেশনের একটি বিশ্লেষণ থেকে জানা গেছে ২০২৮/২৯ সালের মধ্যে এনএইচএসকে বর্তমানের চেয়ে ৫০% বেশি বৈকল্পিক কার্যক্রম পরিচালনা করতে হবে। যাতে অপেক্ষমাণ তালিকা কমানো সম্ভব হয় এবং ১৮-সপ্তাহের মানদণ্ড পূরণ হয়।

ম্যাটিউ টেইলর, এনএইচএস কনফেডারেশনের প্রধান নির্বাহী বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীরা কতদিন ধরে অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষার সময় ধীরে ধীরে কমছে, তবে এটি এখনও লক্ষ্যে পৌঁছানোর মতো যথেষ্ট নয়।”

টেইলর উল্লেখ করেন, “স্বাস্থ্যসেবার দীর্ঘমেয়াদি সমস্যাগুলি সমাধান করতে হলে এনএইচএস-এর আরও মৌলিক সংস্কার প্রয়োজন। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সম্পদের পুনঃবন্টন এবং প্রাথমিক ও সামাজিক সেবায় বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য।”

তথ্যানুযায়ী জানা যায় এনএইচএস পরিচালনার জন্য অতিরিক্ত £২২.৬ বিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে সরকার এবং £৩.১ বিলিয়ন পাউন্ড মূলধন বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছে।

লর্ড ক্রিস্প, প্রাক্তন এনএইচএস প্রধান, বলেছেন, “কমিউনিটি কেয়ারে বিনিয়োগ ছাড়া অপেক্ষার তালিকা কমানো সম্ভব নয়। এটি সাময়িকভাবে কমানো যেতে পারে, কিন্তু পরে আবার বাড়বে।”

একজন এনএইচএস মুখপাত্র জানিয়েছেন, “অক্টোবর ২০২৪-এর তথ্য অনুযায়ী, অপেক্ষমাণ তালিকা এক বছরে ১,৬০,০০০ জন কমেছে। আমরা সরকারের সাথে কাজ করছি, যাতে সংসদ মেয়াদের শেষে ৯২% রোগীকে ১৮ সপ্তাহের মধ্যে চিকিৎসা দেওয়া সম্ভব হয়।”

বর্তমান পরিস্থিতি সামাল দিতে এনএইচএস এবং সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মৌলিক সংস্কার এবং সম্প্রদায়-ভিত্তিক পরিষেবার উন্নয়ন ছাড়া এই সমস্যা সমাধান অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

একদিনের জন্য ইমিগ্রেশন অফিসার

‘বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র’

ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করছে যুক্তরাজ্য, জানালেন পররাষ্ট্রমন্ত্রী