25.8 C
London
August 8, 2025
TV3 BANGLA
স্পোর্টস

ইংল্যান্ডে ধর্ষণের অভিযোগে পাকিস্তানি ব্যাটার হায়দার আলি সাময়িক বরখাস্ত

ইংল্যান্ড সফর শেষে গুরুতর অভিযোগে জড়িয়ে পড়লেন পাকিস্তান শাহীনস দলের ব্যাটার হায়দার আলি। ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারকে ধর্ষণের অভিযোগে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ গ্রেপ্তার করলেও পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ৪ আগস্ট সোমবার একটি ধর্ষণ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটেছে গত ২৩ জুলাই ম্যানচেস্টারে। মেইল বার্তায় পুলিশ জানিয়েছে, অভিযোগের পর হায়দার আলিকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী তদন্তের স্বার্থে তিনি বর্তমানে জামিনে রয়েছেন। ভুক্তভোগীর পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পুলিশ।

পিসিবি এক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে সম্মান করছে এবং তদন্তকে নিরপেক্ষভাবে চলতে দেওয়ার ওপর গুরুত্বারোপ করছে। হায়দার আলিকে তাৎক্ষণিকভাবে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে, যা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। প্রয়োজনে আইনি প্রক্রিয়া শেষে বোর্ড নিজস্ব নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

ক্রিকবাজের তথ্যানুযায়ী, হায়দারের বিরুদ্ধে অভিযোগটি যৌন শ্লীলতাহানির। ম্যানচেস্টার পুলিশ নিশ্চিত করেছে, তাকে আটক রাখা হয়নি, তবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে ইএসপিএন ক্রিকইনফোও জানিয়েছিল, হায়দার পুলিশের হেফাজতে নেই।

হায়দার আলি পাকিস্তান জাতীয় দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। তার ঝুলিতে রয়েছে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই আসরে অংশ নিয়েছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এক ম্যাচ এবং গত মৌসুমে চিটাগং কিংসের হয়ে ১২টি ম্যাচ খেলেন।

সূত্রঃ রয়টার্স / ক্রিকবাজ

এম.কে
০৮ আগস্ট ২০২৫

আরো পড়ুন

কাতার বিশ্বকাপ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দীপনা

প্রেমিকের আগুনে ৭৫ শতাংশ পুড়ে গেছে অলিম্পিক অ্যাথলেটের

সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত