4.7 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে হোম অফিসের নতুন প্রযুক্তিঃ পালাতক অপরাধী ধরতে ক্যামেরা ভ্যান

অপরাধীদের শনাক্ত ও আটক করার জন্য ইংল্যান্ডে আরও সাতটি শহরে লাইভ ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ভ্যান চালু করার ঘোষণা দিয়েছে হোম অফিস। নতুন এই প্রযুক্তি যুক্ত হবে গ্রেটার ম্যানচেস্টার, ওয়েস্ট ইয়র্কশায়ার, বেডফোর্ডশায়ার, সারে, সাসেক্স, থেমস ভ্যালি এবং হ্যাম্পশায়ারে।

গত এক বছরে লন্ডন, এসেক্স এবং সাউথ ওয়েলসে এই ধরনের ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ভ্যান ব্যবহার করে মোট ৫৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে খুনের আসামি ও পলাতক যৌন অপরাধীসহ নানা গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিরা ছিলেন।

এই ক্যামেরাগুলো পথচারীর চোখ থেকে চোয়াল পর্যন্ত মুখাবয়বের দৈর্ঘ্য ও বৈশিষ্ট্য সুনির্দিষ্টভাবে ক্যাপচার করে পুলিশের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখে। মিল পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে সতর্কবার্তা পাঠানো হয় এবং সন্দেহভাজনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এই প্রযুক্তি পলাতক বিপজ্জনক অপরাধীদের ধরতে বড় ভূমিকা রাখছে। তবে গোপনীয়তা নিয়ে সমালোচনা থাকলেও হোম অফিস বলছে, এটি জননিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৫ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনে অবরুদ্ধ মিয়ানমারের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

ইইউ নাগরিকরা ব্রিটেনে স্থায়ী হওয়ার আবেদনের সময় পাচ্ছেন আরো ২৮ দিন

অনলাইন ডেস্ক

‘পরিশ্রমী মানুষের নিবাস’ টাওয়ার হ্যামলেটসঃ লন্ডনের শীর্ষ উদ্যোক্তা এলাকায় পরিণত হচ্ছে