13.2 C
London
April 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় ভারত-বাংলাদেশ

বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব দেশের মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে।

এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করায় এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়াও কঠিন হবে।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ করা সাত দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর, কলম্বিয়া, কসোভো, মরক্কো এবং টিউনিশিয়া।

এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পাওয়া কঠিন হবে। পাশাপাশি ইউরোপে এসব দেশের অভিবাসন প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও সহজতর এবং দ্রুততর হবে।

ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, “অনেক সদস্য রাষ্ট্রে আশ্রয় আবেদনের উল্লেখযোগ্য পরিমাণ জট রয়েছে, তাই আশ্রয় বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া সহায়তা করার জন্য আমরা এখন অপরিহার্য যেকোনো কিছুই করতে প্রস্তুত।”

ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, এই পরিবর্তন “ইটালির সরকারের জন্য একটি সাফল্য, যারা সবসময়ই দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উভয় স্তরেই (অভিবাসন) নীতির সংশোধন করার জন্য চেষ্টা চালিয়ে আসছে।”

সূত্রঃ এএফপি

এম.কে
১৭ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের সাজা বাতিল

১০ এপ্রিল গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা

অন্তর্বর্তী সরকারে ফের দফতর পুনর্বন্টন