ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ না করে ব্রিটেনের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ত্বরাণ্বিত করা উচিত বলে মনে করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা স্টিফেন মুর। শুক্রবার (১৫ নভেম্বর) বিবিসি রেডিওকে দেওয়া একটি সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বিবিসি রেডিওর সঙ্গে কথা বলার সময় স্টিফেন মুর বলেছিলেন, ইইউর একটি ‘সমাজতান্ত্রিক মডেল’ রয়েছে। তবে তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি যুক্তরাষ্ট্রের চেয়েও ইইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে প্রাধান্য দেয়, তবে ব্রিটেনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে যুক্তরাষ্ট্র কমই আগ্রহ দেখাবে।
মুর বলেছিলেন, ‘যুক্তরাজ্য অর্থনৈতিক মডেলের এই দুটি রূপের মাঝখানে একধরণের ধরা পড়েছে এবং আমি মনে করি, অর্থনৈতিক স্বাধীনতার আমেরিকার মডেলের দিকে অগ্রসর হওয়া ব্রিটেনের জন্য আরও ভাল হবে। আর যদি তা হয়, এটি যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকে আরও উৎসাহ দেবে।’
বৃহস্পতিবার ব্রিটেনের নতুন লেবার সরকারকে ইইউ-এর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি।
তবে ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নের একক বাজার বা কাস্টমস ইউনিয়নে ফের যোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে, যদিও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোটের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চান।
একই অনুষ্ঠানে, বেইলির ঠিক আগে, ব্রিটিশ অর্থমন্ত্রী রাচেল রিভস বলেন, ব্রিটেনকে ইইউ-এর সঙ্গে সম্পর্ক ‘পুনরায় স্থাপন’ করতে হবে। এ সময় তিনি বাণিজ্য সম্পর্ক জোরদারে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ বলেও জানান।
সূত্রঃ রয়টার্স
এম.কে
১৭ নভেম্বর ২০২৪