5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান

রাশিয়ায় ক্ষেপণাস্ত্র সরবরাহের মিথ্যা অভিযোগের ভিত্তিতে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেন অন্যায় ও অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক বক্তব্যে এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে তিনি দাবি করেছেন, ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞাগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করছে ইরান। এগুলো অযৌক্তিক ও আন্তর্জাতিক আইনবিরোধী।

ইসলামিক রিপাবলিক অফ ইরান শিপিং লাইনস (আইআরআইএসএল) ও এর পরিচালককে সোমবার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে ব্রাসেলস। ইউক্রেন যুদ্ধে মস্কোর প্রতি তেহরানের সমর্থনের কারণে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা।

একই দিনে ইরানের এয়ারলাইনস ও শিপিং ক্যারিয়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। তাদের দাবি, রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ও তেহরানের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ওই বক্তব্যে বাঘাই অভিযোগ করে বলেছেন, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের নৌপরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা লঙ্ঘন করছে ইউরোপীয় দেশগুলো।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৯ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

নিউইয়র্কে ভাড়াটিয়ার উপর ক্ষুব্ধ হয়ে নিজের ঘরে আগুন দিলেন বাড়ির মালিক

নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক

মক্কায় ব্যাপক ঝড়-বৃষ্টি, প্লাবিত রাস্তা-ঘাট