7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইউক্রেনের শরণার্থীদের জাতীয়তা বিবেচনা করবে না জার্মানি

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেছেন, ‘ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোনো জাতীয়তা বিবেচনা করা হবে না।’

 

ইউক্রেন থেকে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ ইউরোপের প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন৷ জার্মান গণমাধ্যম বিল্ড আম সনটাগকে ফেজার জানান, ‘আমরা জীবন বাঁচাতে চাই৷ জীবন পাসপোর্টের ওপর নির্ভর করে না৷’

 

বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন থেকে দশ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমিয়েছে৷ রোববার সেই সংখ্যা ১৫ লাখে পৌঁছাতে পারে৷

 

পোল্যান্ড ও জার্মানির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সাত লাখ ৮৭ হাজার তিনশ’ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন৷ জার্মানিতে এ সংখ্যা প্রায় ৩০ হাজার৷

 

ইউক্রেন থেকে পালানোর চেষ্টা করার সময় কৃষ্ণাঙ্গ শরণার্থীরা বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে৷ জাতিসংঘের প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে৷ এই আলোচনার পরিপ্রেক্ষিতেই জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেন।

 

ফেজার বলেছেন, ‘’যারা পালাচ্ছেন, তাদের অধিকাংশই ইউক্রেনের নাগরিক৷ অন্য দেশের যেসব নাগরিকের ইউক্রেনে স্থায়ী বসবাসের অনুমতি ছিল, তারাও সেই পরিচয় নিয়েই আসবেন৷’

 

ইউক্রেন থেকে আসা মানুষদের কোনো জটিল আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷ ইউক্রেনিয়ানদের নিরাপত্তায় ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতাকে ‘ঐতিহাসিক’ বলেও উল্লেখ করেন তিনি৷

 

৩ মার্চ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের শরণার্থীদের সাময়িক নিরাপত্তায় ব্যবস্থা নিতে একমত হয়৷ একই ধরনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও৷ তবে ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণা শিক্ষার্থী বা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ বিদেশি নাগরিকদের অনেকেই এরই মধ্যে নিরাপদে নিজেদের দেশে পৌঁছাতে পেরেছেন৷

 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বিভিন্ন সীমান্তে শরণার্থীদের যে চাপ তৈরি হয়েছিল, এখন তা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে৷ কিন্তু এখনও অনেক শহরে ইউক্রেনের নাগরিক ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থী আটকা পড়ে আছেন বলেও সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম৷

 

৭ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

ষাটের নিচে সবজি নেই, মাছ-মাংসে অস্বস্তি

অক্সফোর্ডের গবেষণায় সুযোগ পেলেন বাংলাদেশের আতাউল

২০০ মিলিয়ন পাউন্ডের জাহাজ ভাসাচ্ছেন বরিস জনসন

নিউজ ডেস্ক