3.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউরোপীয় কমিশনের ইউকের বিরুদ্ধে নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা

ইউরোপীয় কমিশন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করেছে। এই সিদ্ধান্ত কেয়ার স্টারমারের ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টার ওপর অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

কমিশন সোমবার ঘোষণা করেছে যে তারা ব্রেক্সিট প্রত্যাহার চুক্তির অধীনে যুক্তরাজ্যে থাকা ইইউ নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগে ইউরোপীয় বিচার আদালতে বিষয়টি প্রেরণ করছে। ২০২০ সালের শেষে ব্রিটেনের আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন থেকে প্রস্থান করার পর থেকে এই সমস্যাগুলি দেখা দেয়।

কমিশন জানিয়েছে যে, যুক্তরাজ্যের ইউরোপীয় আইন বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে যা এখনো যুক্তরাজ্যে থাকা ইইউ নাগরিকদের ওপর প্রভাব ফেলছে।

ইইউ নাগরিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ যদিও ২০১১ সাল থেকে রয়েছে, সর্বশেষ আইনি কার্যক্রম ২০২০ সালের মে মাসে শুরু হয়, যখন যুক্তরাজ্যের কাছে আরও তথ্য চাওয়া হয়েছিল। এটি এমন সময়ে আসে যখন ব্রাসেলসে কমপক্ষে ৩.৫ মিলিয়ন ইইউ নাগরিকের ব্রেক্সিট-পরবর্তী অধিকার রক্ষার বিষয়ে তীব্র নজরদারি চলছিল।

ইউকে সীমান্তে ইইউ নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা বা ছুটি শেষে ফেরার পর বহিষ্কারের আদেশ পাওয়ার বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

গত মাসে যুক্তরাজ্যের স্বাধীন পর্যবেক্ষণ কর্তৃপক্ষ (আইএমএ) স্বরাষ্ট্র দপ্তরকে “অ্যাপ্লিকেশন সার্টিফিকেট” নিয়ে উদ্বেগ জানায়। এই সার্টিফিকেট ইইউ নাগরিকদের তাদের ব্রেক্সিট-পরবর্তী অবস্থান চূড়ান্ত হওয়ার আগে নিয়োগকর্তা, বাড়িওয়ালা এবং এনএইচএস-কে প্রমাণ দেখানোর উদ্দেশ্যে দেওয়া হয়।

কমিশনের সিদ্ধান্তের জবাবে সরকার একজন মুখপাত্র বলেছেন, “এই মামলাগুলি যুক্তরাজ্য ইইউর সদস্য থাকার সময় এবং স্থানান্তরকালীন সময়ের সাথে সম্পর্কিত। আমরা চলমান আইনি প্রক্রিয়া নিয়ে আর কোনো মন্তব্য করব না।”

যদিও কর্মকর্তারা ইইউর আইনি কার্যক্রমকে গুরুত্বহীন করার চেষ্টা করছেন, তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইইউ বলেছে, তারা নতুন চুক্তিতে অগ্রসর হবে কেবল তখনই, যখন যুক্তরাজ্য বিদ্যমান চুক্তিগুলির “সম্পূর্ণ বাস্তবায়ন” প্রমাণ করবে।

স্টারমার ব্রেক্সিট-পরবর্তী উত্তেজনার পর ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। চ্যান্সেলর র‍্যাচেল রিভস এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইতোমধ্যে ইইউ সমকক্ষদের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছেন, যদিও নতুন চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা এখনো শুরু হয়নি।

উভয় পক্ষের মধ্যে উষ্ণ বক্তব্য সত্ত্বেও, ইইউ এখনো ব্রেক্সিট আলোচনার শুরুতে নির্ধারিত সীমারেখার বাইরে যায়নি, যা একক বাজার সুরক্ষায় কেন্দ্রীভূত ছিল। ইইউর একটি অভ্যন্তরীণ নথি অনুযায়ী, “বাণিজ্য সংঘাতের উল্লেখযোগ্য আরও হ্রাস” ইইউর জন্য গুরুত্বপূর্ণ, তবে এর জন্য যুক্তরাজ্যকে একক বাজার অথবা শুল্ক ইউনিয়নে যোগ দিতে হবে।

যুক্তরাজ্যের সরকার একক বাজার এবং শুল্ক ইউনিয়নে যোগদানের সম্ভাবনা নাকচ করেছে।

ইইউ-যুক্তরাজ্য সম্পর্ক নিয়ে ব্রাসেলসে কূটনৈতিক আলোচনার সারাংশ নথি থেকে জানা যায় যে, ইইউ দেশগুলি অন্যান্য ক্ষেত্রের চুক্তির আগে মৎস্য চুক্তির দাবি করছে। ইইউ-যুক্তরাজ্য মৎস্য চুক্তি, যা ২০২০ সালের ডিসেম্বরে বাণিজ্য আলোচনার অংশ হিসেবে সম্মত হয়েছিল, ২০২৬ সালের জুনের মধ্যে পুনর্নবীকরণ করতে হবে। ইইউর নথিতে বলা হয়েছে, মৎস্যসম্পর্কিত প্রাথমিক সমঝোতা ছাড়া উভয়ের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণ বিশ্বাসযোগ্য হবে না।

উভয় পক্ষই যুব গতিশীলতা প্রকল্প নিয়ে দ্বন্দ্বের মুখোমুখি। ইইউ চায় একটি “যুব অভিজ্ঞতা প্রকল্প” চালু করতে, যার অধীনে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণরা যুক্তরাজ্য এবং ২৭ সদস্য রাষ্ট্রে কাজ, ভ্রমণ এবং অধ্যয়নের সুযোগ পাবে।

ব্রিটিশ সরকার এমন প্রকল্পের বিরোধিতা করছে, যা বিশেষজ্ঞ দক্ষতার উপর কেন্দ্রিত না হয়ে অভিবাসন বাড়িয়ে তুলতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৮ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ছোটখাটো মামলার বিচারে আনা হচ্ছে বড়সড় পরিবর্তন

অনলাইন ডেস্ক

ফান্ডের অভাবে বন্ধ হয়ে যাবে ইংল্যান্ডের ৯০ শতাংশ স্কুল

অনলাইন ডেস্ক

মৌসুমি কর্মী নেবে যুক্তরাজ্য, যেভাবে যাবেন

নিউজ ডেস্ক