6.4 C
London
January 27, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

ইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু

বাংলাদেশি দক্ষ শ্রমিকের জন্য খুলছে ইউরোপের দুয়ার। ইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী জুন মাস থেকে। দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে বাংলাদেশকে ৩০ লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে।

বৈধ পথে ইউরোপে অভিবাসনে সহায়তার জন্য ইইউ ২০২১ সালে ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে। এর আওতায় থাকা সাত দেশের মধ্যে একটি বাংলাদেশ। মূলত ইউরোপের বাইরের অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ দিতে এই কর্মসূচি নিয়েছে ইইউ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া পৃথক খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে জাহাজ নির্মাণ, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নির্মাণ খাত, পর্যটন ও কৃষি- প্রাথমিকভাবে এই ছয় খাতে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ পাবে বাংলাদেশ।

কয়েক দিন আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, ২২ জুনের মধ্যে আমরা রোডম্যাপ ফাইনাল করবো এবং ইমপ্লিমেন্টেশনে যাবো। এটা এক ধরনেরর পাইলট প্রকল্প। অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে। তাছাড়া ট্যাকনিকেল বিভিন্ন বিষয় ও ওয়েলডিংয়ের খুব ডিমান্ড রয়েছে ইউরোপে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে।

এম.কে
১৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

লন্ডনে একই সম‌য়ে পাল্টাপাল্টি সমাবেশ আ.লীগ-বিএনপির

আমিরাতে ডিগ্রি-মাস্টার্স ছাড়া মিলছে না বাংলাদেশিদের শ্রমিক ভিসা

নিউজ ডেস্ক

পোল্যান্ড সহ বিভিন্ন দেশে শ্রমের নতুন বাজারের সন্ধানে বাংলাদেশ সরকার