18.6 C
London
July 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউরোপের মোট ফোন চুরির দুই-পঞ্চমাংশ যুক্তরাজ্যে, লন্ডন সবচেয়ে ঝুঁকিপূর্ণ

ইউরোপে ঘটে যাওয়া সব ফোন চুরির মধ্যে ৩৯% ঘটছে যুক্তরাজ্যে, যা দেশটির গ্রাহকসংখ্যার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। আমেরিকান বীমা কোম্পানি স্কোয়ারট্রেডের তথ্য অনুযায়ী, ইউরোপের ১২টি বাজারের মধ্যে যুক্তরাজ্য মাত্র ১০% গ্রাহক থাকা সত্ত্বেও চুরির ক্ষেত্রে শীর্ষে রয়েছে।

 

তথ্য বলছে, ২০২১ সালের জুন থেকে যুক্তরাজ্যে ফোন চুরির হার ৪২৫% বেড়েছে। শুধু লন্ডনেই ঘটেছে দেশের মোট ফোন চুরির ৪২%, যা ইউরোপের মোট চুরির ১৬%। গত বছর লন্ডনে ৮০,০০০ ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে আইফোন সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের মতে, বিদেশি বাজারে ব্যবহৃত ফোনের উচ্চ চাহিদা এবং কম ঝুঁকির কারণে অপরাধী গ্যাংগুলো এখন ফোন চুরির দিকে ঝুঁকছে। কমান্ডার জেমস কনওয়ে বলেন, “মাদক ব্যবসার তুলনায় ফোন চুরি কম ঝুঁকিপূর্ণ এবং একই সময়ে বেশি মুনাফা দেয়।”

পুলিশ চুরি হওয়া ফোনের পুনর্বিক্রয় রোধে কোম্পানিগুলোর প্রতি ক্লাউড পরিষেবা বন্ধের আহ্বান জানিয়েছে। তবে গুগল ও অ্যাপলের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের সিস্টেম ইতোমধ্যেই শক্তিশালী নিরাপত্তা প্রদান করে। তারা আরও জানান, ফোন চুরির ঝুঁকি কমাতে ও গ্রাহকের তথ্য সুরক্ষায় কোম্পানিগুলো শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

নাজুক পারফরম্যান্সের কারণে ঢেলে সাজানো হচ্ছে মেট পুলিশ

অনলাইন ডেস্ক

ব্রিটেনের ভ্রমণ-চাকরি-বিনোদনকে যেভাবে প্রভাবিত করবে ভ্যাকসিন পাসপোর্ট

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে এনএইচএস সতর্ক করলো ‘বিরল’ ক্যান্সার সম্পর্কে

নিউজ ডেস্ক