যুক্তরাজ্যে প্রতিবন্ধী ও চলাচলে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য চালু হওয়া Blue Badge Scheme এখন ইউরোপের প্রায় ৩০টি দেশে স্বীকৃতি পেয়েছে। এর ফলে ভ্রমণকারীরা বিদেশে গিয়েও প্রতিবন্ধী পার্কিং বে, পে-অ্যান্ড-ডিসপ্লে এলাকায় ফ্রি পার্কিংসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
তবে সব দেশে নিয়ম এক নয়। কিছু দেশ শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন (EU) বা নন-ইইউ পার্কিং কার্ড গ্রহণ করে, আবার কোথাও স্থানীয় নোটিশ ব্যাজের সাথে ব্লু ব্যাজ দেখানো বাধ্যতামূলক। তাই বিদেশ ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের স্থানীয় পার্কিং নিয়ম, শর্ত এবং কর্তৃপক্ষের নির্দেশনা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।
বর্তমানে যুক্তরাজ্যের ব্লু ব্যাজকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, গ্রিস, নরওয়ে সহ আরও অনেক ইউরোপীয় দেশ।
প্রতিবন্ধী ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তাদের মতে, ব্লু ব্যাজ স্কিম আন্তর্জাতিকভাবে কার্যকর হওয়ায় ভ্রমণে স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য অনেক বেড়ে যাবে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৮ আগস্ট ২০২৫