3.2 C
London
January 19, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইউরোপের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের প্রাপ্তবয়স্ক বাসিন্দাদের অন্তত ৫৭ শতাংশ করোনার দুই ডোজ টিকাই পেয়ে গেছেন৷ এ পর্যন্ত ৭০ শতাংশের বেশি প্রাপ্ত বয়স্ক টিকার আওতায় এসেছেন (অন্তত এক ডোজ টিকা নিয়েছেন) বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন। গ্রীষ্মকালের মধ্যেই অন্তত ৭০ শতাংশ মানুষকে পুরোপুরি টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে এগোচ্ছে ইইউ৷

 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন বলেন, ইউরোপজুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে। এটি প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

 

মঙ্গলবার (২৭ জুলাই) ব্রাসেলসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ পর্যন্ত ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক জনগণ টিকার আওতায় এসেছেন। এ ছাড়াও, এদের মধ্যে ৫৭ শতাংশ মানুষেই দুই ডোজ টিকা নিয়েছেন বলেও দাবি করেন জোট প্রধান।

 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার সংক্রমণরোধে ফেডারেল বা সরকারি শ্রমিকদের বাধ্যতামূলক টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার।

 

তবে টিকার আওতায় এলেও জনগণকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

 

যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবসে ঘটা করে করোনার বিরুদ্ধে বিজয় উদযাপনের পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ। কয়েকটি অঙ্গরাজ্যে পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, নতুন করে বিধিনিষেধ আরোপের কথাও ভাবছে স্থানীয় প্রশাসন। এমনকি বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনাও জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি শহরে।

 

২৮ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যে কোভিড টেস্টের জন্য দিনের পর দিন অপেক্ষায় ভ্রমণকারীরা

নিউজ ডেস্ক

সুবর্ণজয়ন্তীতে ‘ইউরোপ ৯৩’ গ্রুপের ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক

কিং চার্লসের দিকে ডিম নিক্ষেপ, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক