21.7 C
London
August 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইউরোপে ভ্রমণকালে ‘অবাধ্য’ আচরণে মোটা অঙ্কের জরিমানা

ইউরোপের বিভিন্ন দেশে এখন ভ্রমণকারীদের জন্য নতুন ধরনের জরিমানার নিয়ম চালু হয়েছে। খালি পায়ে হাঁটা, স্যান্ডেল পরে গাড়ি চালানো, সৈকতের বাইরে সাঁতারের পোশাক পরা কিংবা জনসমক্ষে মদ্যপান—সবই হতে পারে অর্থদণ্ডের কারণ। এভাবে পর্যটকদের দায়িত্বশীল ভ্রমণে বাধ্য করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।

তুরস্কের আন্তালিয়ায় বিমানের সিটবেল্ট খোলার মতো ছোটখাটো ঘটনাও জরিমানার আওতায় আনা হয়েছে। বিমান পুরোপুরি থামার আগে আসন ছাড়লে যাত্রীকে গুনতে হচ্ছে ৬২ ইউরো। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের নিয়ম যাত্রীদের নিরাপত্তার জন্য এবং সুশৃঙ্খল আচরণ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে।

স্পেন, ইতালি, ফ্রান্স, গ্রিস ও পর্তুগালে চপ্পল বা স্যান্ডেল পরে গাড়ি চালালে সর্বোচ্চ ৩০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। সমুদ্রসৈকতের বাইরে সাঁতারের পোশাক পরে হাঁটাহাঁটি করলে দিতে হতে পারে দেড় হাজার ইউরো। বার্সেলোনা, ভেনিস, কানে বা আলবুফেইরার মতো জনপ্রিয় জায়গায় এ নিয়ম কার্যকর রয়েছে।

মদ্যপানে কঠোর আইন চালু করেছে স্পেনের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো—ম্যালোর্কা, ইবিজা ও ক্যানারি দ্বীপপুঞ্জে জনসমক্ষে অ্যালকোহল গ্রহণ করলে জরিমানা হতে পারে তিন হাজার ইউরো পর্যন্ত। একইভাবে সৈকতে খোলস বা নুড়ি সংগ্রহ, ভেনিসে খালে সাঁতার বা রোদ পোহানোর জায়গায় জিনিসপত্র ফেলে যাওয়া—সবই এখন দণ্ডনীয় অপরাধ।

পর্তুগালের আলবুফেইরায় জনসমক্ষে নগ্নতা, আবর্জনা ফেলা বা প্রস্রাব করার মতো আচরণের জন্যও শাস্তির বিধান করা হয়েছে। শহরজুড়ে পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং পর্যটকদের নিয়ম ভঙ্গের অভিযোগে আটক করা হচ্ছে। স্পেনের মালাগায় চালু হয়েছে ‘ইমপ্রুভ ইয়োর স্টে’ শিরোনামে ১০ দফা আচরণবিধি, যা বাস, বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এসব নিয়ম কেবল পর্যটকদের উপর চাপ সৃষ্টি নয়; বরং পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি রক্ষা ও স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করাই মূল লক্ষ্য। ম্যালোর্কার ক্যালভিয়া শহরের মেয়র জুয়ান আন্তোনিও আমেঙ্গুয়াল বলেন, “পর্যটন কখনোই স্থানীয় নাগরিকদের ওপর বোঝা হয়ে দাঁড়াতে পারে না।”

তবে পর্যটকদের অনেকেই মনে করছেন, এসব কঠোর নিয়ম আসলে তাদের জন্য ‘অতিরিক্ত বোঝা’। কারণ, যেসব দেশ পর্যটন খাত থেকে বিপুল অর্থ আয় করে, সেখানে ভ্রমণকারীদের এমন দণ্ডে পড়তে হচ্ছে। তারপরও স্থানীয়দের সমর্থন পাওয়ায় কর্তৃপক্ষ আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে।

ইউরোপজুড়ে জরিমানার তালিকা দ্রুত বাড়ছে। রায়ানএয়ারের মতো এয়ারলাইন্সও ‘বিঘ্ন সৃষ্টিকারী’ যাত্রীদের কাছ থেকে আলাদা করে জরিমানা আদায় শুরু করেছে। ফলে যারা ইউরোপে ছুটি কাটাতে যাচ্ছেন, তাদের জন্য আগেভাগেই নিয়মকানুন জেনে রাখা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে
১৯ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন!

কানাডায় বাবা-মা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ব্রিটিশ হাইকমিশনার, ক্ষেপল ভারত