6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইটালিতে স্বাস্থ্যসেবা: বছরে দুই হাজার ইউরো গুণতে হবে বিদেশিদের

রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এখন থেকে ইটালিতে বসবাসরত প্রত্যেক বিদেশিকে বছরে দুই হাজার ইউরো ফি দিতে হবে৷ সোমবার এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে দেশটির সরকার৷

২০২৪ সালের জাতীয় বাজেটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইটালির মন্ত্রিসভা৷ দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই চার্জ শুধু ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা বিদেশিদের জন্য প্রযোজ্য হবে৷

অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যাদের রেসিডেন্স পারমিট আছে, যারা বিদেশি শিক্ষার্থী এবং আউ পেয়ার তাদের জন্য একটি অনির্দিষ্ট ছাড় থাকবে৷

এই সংস্কারটি বর্তমান ব্যবস্থাকে কতটা পরিবর্তন করবে তা এখনও স্পষ্ট করা হয়নি৷ কারণ বিদ্যমান ব্যবস্থার মধ্যেও কিছু নির্দিষ্ট ক্যাটাগরির বিদেশিদের ফি দিতে হয়৷

ইটালিতে বসবাসরত বিদেশী কর্মী, চাকরিপ্রার্থী, আশ্রয়প্রার্থী এবং অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্করা দেশটির নাগরিকদের মতো বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে আসছিলেন৷

তবে কূটনীতিক এবং শিক্ষার্থীদের একটি নির্ধারিত ফি দিয়ে ইটালির স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হতো৷ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিতে বছরে দিতে হতো ১৫০ ইউরো৷ আর অন্যদের ক্ষেত্রে এটি অবশ্য তাদের আয়ের উপর নির্ভর করে ধার্য্য করা হয়৷ সেক্ষেত্রে বার্ষিক ফি দুই হাজার ৮০০ ইউরো পর্যন্ত হতে পারে৷

গেল মাসে একজন আশ্রয়প্রার্থীর আবেদন প্রক্রিয়া ঠেকাতে পাঁচ হাজার ইউরো জমা দেয়ার বিধান যুক্ত একটি ডিক্রি জারি করতে চেয়েছিল রক্ষণশীল প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার৷ তা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ডানপন্থি সরকারকে বলে খবরে জানা যায়৷

এম.কে
২৫ অক্টোবর ২০২৩

 

আরো পড়ুন

আকস্মিক বন্যায় তলিয়ে গেলো নিউইয়র্ক সিটি, জরুরি অবস্থা জারি

মোদির দলে কোন্দল, সরকার টেকানোই বড় চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রে ইসলামের দ্রুত প্রসার, ২০৫০ সালের মধ্যে দ্বিগুণের বেশি হবে মুসলমানরা