TV3 BANGLA
আন্তর্জাতিক

ইটালি এবং ফ্রান্স সীমান্তে সক্রিয় মানবপাচার চক্র

ইটালি এবং ফ্রান্স সীমান্তে সক্রিয় একটি মানবপাচার চক্রের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফরাসি আদালত৷ অভিযুক্ত পাচারকারীদের সবাই একই পরিবারের সদস্য৷ ইটালির ভেন্টিমিগ্লিয়া থেকে শুরু করে ফ্রান্সের মন্তো শহর পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কটি৷

দক্ষিণ ফ্রান্সের স্থানীয় দৈনিক নিসমাতা জানিয়েছে, ৮ নভেম্বর ঘোষিত রায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ফরাসি আদালত৷ পাচারকারীদের সবাই একই পরিবারের সদস্য৷ অভিযুক্তদের মধ্যে একজনের বিচার আগামী এপ্রিলে এবং অপর দুই আসামি পলাতক রয়েছে।

অভিযোগ রয়েছে, তারা অভিবাসীদের আল্পস পর্বতমালা ভেতর দিয়ে এনে ফ্রান্সের মন্তো শহরের একটি ঘরে রাখতেন৷ তারপর সুযোগের অপেক্ষায় থাকতেন৷ সুযোগ পেলেই অভিবাসীদের গন্তব্যে পৌঁছে দেয়ার উদ্যোগ নিতেন৷

মন্তো শহরের প্রান্তীয় আশ্রয়কেন্দ্রে আসার আগে অভিবাসীদের বিপজ্জনক পাহাড়ি পথ দিয়ে পায়ে হেঁটে আল্পস পার হতে হয়েছিল৷

দৈনিক নিসমাতা জানিয়েছে, অভিবাসী পারাপারের একটি ছোট্ট গলিতে চলাচলের কারণে নেটওয়ার্কটি স্থানীয়দের ও পুলিশের নজরে পড়েছিল৷ একজন স্থানীয় বাসিন্দা ও একজন পুলিশ কর্মকর্তা সীমান্তে অভিবাসীদের আসা-যাওয়া দেখে কৌতূহলী হয়েছিলেন৷ মাঝে মধ্যে এ এলাকায় প্রায় দশজনের মতো অভিবাসী নিয়ে বিভিন্ন গাড়ি ভিড় করত৷

মূলত অভিযুক্তদের বিরুদ্ধে ২০২২ সালের মার্চ থেকে তদন্ত ও নজরদারি শুরু করে ফরাসি কর্তৃপক্ষ৷

কয়েক বছর ধরে ইটালীয় শহর ভেন্টিমিগ্লিয়াতে অবস্থানরত শত শত অভিবাসী পায়ে হেঁটে, ট্রেনে বা পাহাড়ি অঞ্চল পাড়ি দিয়ে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করছে৷

সম্প্রতি সীমান্তে ভিড় করেছেনে এমন ৪০০ অভিবাসী৷ অভিবাসন সংস্থাগুলোর মতে, এই সংখ্যাটি অনেক বড় তবে সর্বোচ্চ নয়। কারণ ২০১৭ সালে এই সীমান্তে প্রায় ৭০০ অভিবাসী ভিড় করেছিলেন৷

চলতি বছরের সেপ্টেম্বরে ফ্রান্স সরকার প্যারিস সীমান্তে নজরদারি বাড়াতে শক্তি বাড়ানোর ঘোষণা দেয়৷

ভেন্টিমিগ্লিয়ার কারিতাস সেন্টারের পরিচালক ক্রিশ্চিয়ান পাপিনি ব্যাখ্যা করেন, “সীমান্ত নিয়ন্ত্রণ করা হলে স্পষ্টতই অভিবাসীদের দ্রুত সীমান্ত অতিক্রমের মাত্রা কমে আসে৷ উদাহরণ হিসেবে বলা যায়, দুই দিনের পরিবর্তে হয়ত চার দিন সময় নেবে তখন৷ এটি সীমান্তে লোকের সংখ্যা বাড়িয়ে দিবে৷’’

২০২৩ সালের মে থেকে এ অঞ্চলে সীমান্ত পারাপার পর্যবেক্ষণের জন্য ড্রোন মোতায়েন করেছে ফ্রান্স সরকার৷

এম.কে
১২ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

পুলিশের উপর জনগণের আস্থা ফেরাতে কাজ করছে সরকার

চীনের জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের প্রবেশের অভিযোগ

বাইডেন যুদ্ধ এমন পর্যায়ে নিতে চান, যেন ট্রাম্প থামাতে না পারেনঃ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার

নিউজ ডেস্ক