17.2 C
London
November 24, 2024
TV3 BANGLA
মুক্তমতশীর্ষ খবরসারাদেশ

ইডেন কলেজ নিয়ে সমালোচনার পেছনে দায় কার?

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নামে চাঁদাবাজি, আসন-বাণিজ্য, ছাত্রীদের দিয়ে অনৈতিক কাজ করানোসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের খবর এরইমধ্যে বিভিন্ন পত্রিকায় এসেছে। সম্প্রতি ছাত্রীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা এই সমালোচনা নতুন করে সামনে এসেছে এবং টেলিভিশন, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের কারণে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ ছাত্রীদেরও। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হতে হচ্ছে সমালোচনা ও হয়রানির স্বীকার।

 

মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদ সুলতানা কামাল তার কলামে উল্লেখ করেছেন,

আমাদের সমাজ ও রাজনীতিতে গভীর অসুস্থতা ও অনিয়ম চলছে। প্রতিদিন, প্রতিনিয়ত আমাদের এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, শুনতে হচ্ছে। দুঃখজনক এ পরিস্থিতি আমাদের বিচলিত করছে, শঙ্কিত করছে।”

 

এদিকে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসের গুটিকয়েক শিক্ষার্থীদের জন্য এত বছরের ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মুখ দেখাতে পারছেন না। এমনকি তাদের অভিভাবকরাও অস্বস্তিতে পড়ছেন।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা কলেজর মূল ফটকে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

ইনকিলাবের প্রতিবেদনে স্নাতক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ইডেন কলেজে ৪০ হাজার শিক্ষার্থী আছে। ৪০টা খারাপ মেয়ের জন্য ৪০ হাজার শিক্ষার্থীদের বদনাম হচ্ছে। আমরা কোথাও মুখ দেখাতে পারছি না। এখন আমাদের পরিবার চিন্তায় আছে, আমাদের বিয়ে দিতে পারবে কি না। কারণ, ইডেন কলেজ সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম নিয়েছে সাধারণ মানুষের মধ্যে।’

মানববন্ধনে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী  বলেন, ‘এখন আমাদেরকে মানুষ গালি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে আমাদেরকে মেনশন দেয়। মাত্র গুটিকয়েক শিক্ষার্থীদের জন্য আমাদের আজ এই অবস্থা। যারা আমাদের কলেজের এই বদনাম করেছে, তাদের উপযুক্ত শাস্তি দাবি করি।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের অপর শিক্ষার্থী বলেন, ‘কিছু রাজনৈতিক আপুর জন্য আমাদের আজ দুর্নাম হচ্ছে। কোথাও মুখ দেখাতে পারছি না। কলেজ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা আমাদের কলেজের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

 

৩০ সেপ্টেম্বর ২০২২
এনএইচ

 

আরো পড়ুন

ব্রিটিশ সরকারের ‘দুর্বল’ প্রতিক্রিয়া উগ্রবাদ বাড়াচ্ছে!

‘দুই বছর পর পর ফিফা বিশ্বকাপ হতে পারে সমুদ্রে মৃত্যুর সমাধান’

অনলাইন ডেস্ক

No Human is Illegal | January 26