TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইতালিতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে

সাগর পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসনের প্রত্যাশায় আশ্রয় নেয়া লোকের সংখ্যা গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয়৷

 

ইতালিতে গত বছরের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৯ হাজার ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করেছেন৷ তার আগের বছর এ সংখ্যা ছিল ২১ হাজার ৬১৬ জন৷ সে হিসেবে এক বছরে দেশটিতে সাগর পাড়ি দিযে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা শতকরা ১২৮ভাগ বেড়েছে৷

 

অভিবাসনের প্রত্যাশায় ইতালিতে আসা ব্যক্তিদের বেশিরভাগই তিউনিসিয়ার নাগরিক৷ উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটি থেকে ১৪ হাজার ১৫৩জন ইটালিতে পৌঁছেছে৷ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ৷ উল্লেখিত সময়ে মোট ৬ হাজার ২৭জন বাংলাদেশি অভিবাসনের প্রত্যাশায় সাগার পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছায়৷

 

এ অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই নিজের উদ্যোগে ইতালিতে গিয়েছেন৷ আর বাকিদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করে ইতালি নিয়ে আসা হয়৷

 

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে৷ ভূমধ্যসাগরের তীরবর্তী পশ্চিম ইউরোপের দেশ ইতালি তাই অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক গন্তব্যস্থল হয়ে ওঠে৷

 

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রনালয় আরো জানায়, গত এক বছরে অভিবাসনের প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা লোকেরা আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে যাত্রা করেছেন৷

 

অভিবাসনপ্রত্যাশীরা মানব পাচারকারীদের সহায়তায় এমন ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন৷ পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে ইতালি সরকার৷ গত এক বছরে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী ১৪৮ জন মানবপাচারকারীকে আটক করেছে বলে জানা গেছে৷

 

১৮ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

ইউক্রেনে হামলার শিকার জাহাজের নাবিকদের উদ্ধারের পর পোল্যান্ড নেওয়া হচ্ছে

যুক্তরাজ্যের ৯ লাখ গাড়ি চালকের ১০০০ পাউন্ড জরিমানা হতে পারে

দেশে কারফিউ জারির পরামর্শ