3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইতালিতে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে

সাগর পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসনের প্রত্যাশায় আশ্রয় নেয়া লোকের সংখ্যা গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয়৷

 

ইতালিতে গত বছরের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৯ হাজার ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রবেশ করেছেন৷ তার আগের বছর এ সংখ্যা ছিল ২১ হাজার ৬১৬ জন৷ সে হিসেবে এক বছরে দেশটিতে সাগর পাড়ি দিযে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা শতকরা ১২৮ভাগ বেড়েছে৷

 

অভিবাসনের প্রত্যাশায় ইতালিতে আসা ব্যক্তিদের বেশিরভাগই তিউনিসিয়ার নাগরিক৷ উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটি থেকে ১৪ হাজার ১৫৩জন ইটালিতে পৌঁছেছে৷ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ৷ উল্লেখিত সময়ে মোট ৬ হাজার ২৭জন বাংলাদেশি অভিবাসনের প্রত্যাশায় সাগার পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছায়৷

 

এ অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই নিজের উদ্যোগে ইতালিতে গিয়েছেন৷ আর বাকিদেরকে ঝুঁকিপূর্ণ অবস্থায় সমুদ্র থেকে উদ্ধার করে ইতালি নিয়ে আসা হয়৷

 

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে৷ ভূমধ্যসাগরের তীরবর্তী পশ্চিম ইউরোপের দেশ ইতালি তাই অভিবাসনপ্রত্যাশীদের প্রাথমিক গন্তব্যস্থল হয়ে ওঠে৷

 

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রনালয় আরো জানায়, গত এক বছরে অভিবাসনের প্রত্যাশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা লোকেরা আফ্রিকার দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে যাত্রা করেছেন৷

 

অভিবাসনপ্রত্যাশীরা মানব পাচারকারীদের সহায়তায় এমন ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন৷ পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে ইতালি সরকার৷ গত এক বছরে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী ১৪৮ জন মানবপাচারকারীকে আটক করেছে বলে জানা গেছে৷

 

১৮ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

প্রথমবার ইউরো জিতবে ইংল্যান্ড? নাকি ৫৩ বছর পর ট্রফি পুনরুদ্ধার করবে ইতালি?

মহামারিতে এবার সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর