16.6 C
London
September 2, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইতালি প্রবেশে নিষাধাজ্ঞা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত  

ইতালিতে প্রবেশে চলমান নিষেধাজ্ঞা আবারো বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত প্রবেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার কোনো নাগরিক ইতালিতে প্রবেশ করতে পারবে না। এর আগেও একাধিকবার নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

জানা গেছে, ইউরোপ ও এশিয়ার অনেক দেশেই নতুন করে করোনার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তাই ইতালির নাগরিকদের সুরক্ষায় ইতালি সরকার করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক সতর্ক পদক্ষেপ নিয়েছেন। বর্তমান ইতালিতে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। শিথিল করা হয়েছে চলাফেরার বিধিনিষেধ। তবে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে গ্রিন পাসকে বাধ্যতামূলক করা হয়েছে।

 

এদিকে রোমে বাংলাদেশ দূতাবাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

 

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা জানান, গত কয়েক মাস হয়ে গেল নিষেধাজ্ঞা থাকার কারণে ইতালিতে যেতে পারছে না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। অর্থনৈতিকভাবে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বসে বসে দোকান ভাড়া দিতে হচ্ছে। এভাবে আর কয়েক মাস চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।

 

১ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

সৌদিতে কাবা সদৃশ্য ভবন নির্মাণ নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক

লন্ডনে বাড়ছে গৃহহীন লোকেদের সংখ্যা, লন্ডন মেয়র ও কনজারভেটিভ সরকার প্রশ্নবিদ্ধ

যুক্তরাজ্য ভ্রমণের নতুন গাইডলাইনে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক