18.1 C
London
September 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার পরিকল্পনা করেছে অন্তবর্তী সরকার। এই তথ্য নিশ্চিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুর্নীতির মামলার যেসব আসামি বিদেশে পালিয়ে গেছেন, তাদের ফেরাতে আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। যারা দুর্নীতি করেছেন, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই।

তিনি আরো জানান, “আমরা শেখ পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের, ব্যবসায়ীদের এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে কাজ করছি।”

দুদক চেয়ারম্যান দাবি করেন, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে অবহিত করা হয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরে এসে মামলা মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, তিনি জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দম্পতির বিরুদ্ধে ৬৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৭০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদ অর্জনের অপরাধে মামলা দায়ের করেছে দুদক। এই বিষয়টি সম্পর্কে তিনি নিশ্চিত করেন।

এম.কে
০৬ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

সিলেটের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

পদত্যাগের ঘোষণা দিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পতাকা অবমাননার ষড়যন্ত্র, গ্রেপ্তার ১০