TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো মজা করছেনঃ সাবেক মার্কিন দূত

ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান বিষয়ক মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করা এলিয়ট অ্যাব্রামস বিবিসির টুডে প্রোগ্রামে বলেছেন, ইরান বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে অনেক ‘ভুল দিক নির্দেশনা’ বা ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) বিষয়ে বললে এ কথা বলেন আব্রামস। তিনি বলেন, ট্রাম্প হয়তো এটা শুধু ‘ঠাট্টা করে’ বলেছেন।

অ্যাব্রামস হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানের হুমকির বিষয়েও কথা বলেন। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।

তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘তেমন বড় কোনো সমস্যা নয়।

তিনি আরও বলেন, হ্যাঁ, এটি (পুনরায়) খুলতে কয়েক দিন বা সপ্তাহ লাগতে পারে – তবে এ ব্যাপারে ব্যাপক সমর্থন থাকবে। যদি ইরান সত্যিই প্রণালীটি বন্ধ করে দেয়, তাহলে তারা নিজেরাই নিজেদের গলা কাটবে, কারণ তখন তারা আর তেল রপ্তানি করতে পারবে না।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ জুন ২০২৫

আরো পড়ুন

হানিয়াকে ‘নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে’ হত্যা করা হয়েছে

পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালালো ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান

মোদির সফরের আগে ‘স্বপ্নভঙ্গ’ ভারতীয়দের, শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র!