0.2 C
London
January 3, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইলন মাস্কের নাম পরিবর্তন, ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে ৫০০ শতাংশ

অদ্ভুত কাজকর্মের জন্য সুপরিচিত টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এবার নিজের নাম বদলে ফেললেন মাস্ক। সোশ্যাল মিডিয়া এক্স-এ নিজের নাম বদলে রেখেছেন নতুন নাম। নিজের এক্স প্রোফাইলের নাম করেছেন ‘কেকিয়াস ম্যাক্সিমাস’।

সঙ্গে প্রোফাইল ছবিও বদলেছেন তিনি, দিয়েছেন ‘পেপে দ্য ফ্রগ’ নামে এক মিমের ছবি। ছবিতে দেখা যাচ্ছে, পেপে যোদ্ধার পোশাকে এবং তার হাতে ভিডিও গেমের জয়স্টিক।

হঠাৎ নাম পাল্টে ফেলার কোনো কারণও জানাননি তিনি। তবে কিছুদিন ধরেই কেকিয়াস ম্যাক্সিমাস মিম কয়েন নিয়ে পোস্ট করছিলেন, যা ক্রিপ্টোকারেন্সির বাজারে ইনভেস্টরদের জাগিয়েছিল। এবার নাম বদলের কয়েক ঘণ্টার মধ্যেই ওই মিম কয়েনের মূল্য বেড়েছে ৫০০ শতাংশের বেশি।

মিম কয়েন হল এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যা ইন্টারনেটের মিম, ট্রেন্ডের দ্বারা প্রভাবিত। বছর দুয়েক আগে একইভাবে মিম বাজারে শিবা-ইনুর কায়দার ডোজ কয়েনকে জনপ্রিয় খেলোয়াড় তৈরি করেছিলেন তিনি।

কেকিয়াস ম্যাক্সিমাস নামে আসলে কোনো চরিত্র নেই। পেপে দ্য ফ্রগ এবং ২০০০ সালে মুক্তি পাওয়া ‘গ্ল্যাডিয়েটর’ ছবির ম্যাক্সিমাস চরিত্রের মিশ্রণ। ছবিতে ওই চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন রাসেল ক্রো। প্রসঙ্গত, আমেরিকায় অল্টারনেটিভ ডানপন্থী দলগুলি পেপে দ্য ফ্রগের ছবি ব্যবহার করে। এটি প্রধানত ঘৃণার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।

এম.কে
০১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ইসরাইল বিরোধী আন্দোলনে সাফল্যর দেখা পেলেন শিক্ষার্থীরা

ভারতে শিগগিরই ভূমিকম্প? ডাচ গবেষক, যিনি তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন

নিউজ ডেস্ক

৩০০ কোটি টাকা বিতরণ করতে চান এক কোটিপতি

নিউজ ডেস্ক