5 C
London
January 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইলন মাস্ক নাইজেল ফারাজের পরিবর্তে রিফর্ম পার্টির নতুন নেতা চান

ইলন মাস্ক রিফর্ম পার্টি ইউকের নতুন নেতৃত্ব চান এবং বর্তমান নেতা নাইজেল ফারাজের সমালোচনা করেছেন। ইলন মাস্ক এমন এক সময়ে এই সমালোচনা করলেন যখন ফারাজ কয়েক ঘণ্টা আগে টিভি সাক্ষাৎকারে ইলন মাস্ককে “একজন নায়ক” বলে বর্ণনা করেছিলেন। তবে মাস্কের রিফর্ম পার্টির নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্যের কারণ সম্পূর্ণ অস্পষ্ট।

মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “ফারাজের মধ্যে রিফর্ম পার্টি পরিচালনার উপযুক্ত ক্ষমতা নেই। রিফর্ম পার্টির নতুন নেতা প্রয়োজন।” মাস্কের মন্তব্য এসেছে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে বৈঠকের তিন সপ্তাহ পর।

এদিকে, ইলন মাস্ক রিফর্ম পার্টির সম্ভাব্য নতুন নেতা হিসাবে রুপার্ট লো’কে সমর্থন জানিয়েছেন। তিনি লো’ সম্পর্কে বলেন, “তার কিছু মতামত বেশ অর্থবহ।” তবে লো পরে ফারাজকে সমর্থন জানিয়ে বলেন, “নাইজেলই রিফর্মের নেতা। তিনি ব্রেক্সিট সম্ভব করেছেন, এ জন্য আমি চিরকৃতজ্ঞ।”

মাস্কের এই মন্তব্য নাইজেল ফারাজের জন্য বিব্রতকর। কারণ তিনি সম্প্রতি মাস্কের বিতর্কিত মন্তব্যগুলো সমর্থন করার চাপে ছিলেন। ফারাজ বলেন, মাস্কের এই মন্তব্য সম্ভবত টমি রবিনসনকে নিয়ে মতভেদের কারণে এসেছে। ফারাজ রবিনসনকে রিফর্ম পার্টির জন্য উপযুক্ত মনে করেন না।

ফারাজ এক্স-এ লিখেছেন, “এটি সত্যিই অবাক করার মতো! ইলন একজন অসাধারণ ব্যক্তি, তবে এখানে আমি একমত নই। আমার মতামত একই রয়েছে – আমি কখনো আমার নীতিমালা বিক্রি করি না।”

মাস্ক কেয়ার স্টারমার এবং জেস ফিলিপসের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন। তিনি ফিলিপসকে “ধর্ষণ গণহত্যার সমর্থক” বলে উল্লেখ করেছেন। এছাড়া, মাস্ক স্টারমারকে “ব্রিটেনের ধর্ষণের সঙ্গে জড়িত” বলেও অভিযোগ করেছেন।

মাস্কের মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, “এটি একজন নারীর প্রতি অপমানজনক কথা। জেস ফিলিপস তার পুরো জীবন ভিকটিমদের সহায়তা করেছেন।”

ফারাজ পরে বলেন, “মাস্কের ভাষা কঠোর হতে পারে, কিন্তু যদি তা সহিংসতা উস্কে না দেয়, তবে এটি গ্রহণযোগ্য। বামপন্থীরা বহু বছর ধরে ডানপন্থীদের প্রতি কঠোর ভাষা ব্যবহার করে আসছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা হতে আঁচ করা যায় ট্রাম্প এবং তার সহযোগীদের সাথে সম্পর্ক তৈরি করা, বিশেষ করে ইলন মাস্কের মতো অস্থির ব্যক্তির সঙ্গে, ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনের যে ৮টি এলাকায় বাড়ির দাম সবচেয়ে বেশি বেড়েছে

অনলাইন ডেস্ক

রুয়ান্ডা নীতি নিয়ে অপ্রকাশিত ফাইল প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যে

শীতের প্রকোপে যুক্তরাজ্যে বাড়ছে ফ্লু আক্রান্ত রোগীদের সংখ্যা