মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে।”
গত রোববার ১০ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ কথা বলেন।
তিনি আরও বলেন, “সিন্ডিকেট, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে।”
তিনি বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে।”
এদিকে, দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও, তা রপ্তানি হচ্ছে; ফলে রপ্তানি বন্ধ করা হবে কি-না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, “দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে।”
এম.কে
১৩ আগস্ট ২০২৪