7.1 C
London
January 15, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইলের সমালোচনা করায় জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তাকে অপসারণ

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়ায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে অপসারণ করেছে মার্কিন পররাষ্ট্র সদর দফতর পেন্টাগন। সেই সঙ্গে এ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি।

অপসারিত এই সেনা কর্মকর্তার নাম কর্নেল নাথান ম্যাক্করম্যাক। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের জে৫ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরের লেভান্ত (ভূমধ্যসাগরের পূর্ব-উপকূলীয় অঞ্চল) ও মিশর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইরান ও ইসরাইল সংঘাতের মধ্যে গত মঙ্গলবার (১৭ জুন) ম্যাক্করম্যাক নামের সঙ্গে আংশিক মিল থাকা একটি এক্স অ্যাকাউন্ট নিয়ে জিউইশ নিউজ সিন্ডিকেটের (জেএনএস) নামে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

তাতে বলা হয়, ওই অ্যাকাউন্টে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট মিত্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পরপরই ম্যাক্করম্যাককে অপসারণ করা হলো।

পেন্টাগনের একজন কর্মকর্তা জেএনএস-কে বলেন, বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় তিনি আর জয়েন্ট স্টাফ থাকবেন না। এই কর্মকর্তা আরও বলেন, প্রতিরক্ষা দফতর এসব পোস্টের বিষয়বস্তু ও এর প্রভাবের বিষয়টি খতিয়ে দেখতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৯ জুন ২০২৫

আরো পড়ুন

গুপ্তচর সন্দেহে আফগানদের ফেরত পাঠাচ্ছে ইরান, জাতিসংঘের সতর্কতা

বিশ্বে রেমিট্যান্সপ্রাপ্তিতে প্রথম ভারত, বাংলাদেশ কততে, শীর্ষ দশে আর কারা কারা

পৃথিবী থেকে বিদায় নেবে রোগ, চলছে এআই গবেষণা