TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার হুঁশিয়ারি জাতিসংঘের

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা UNRWA–কে লক্ষ্য করে নেওয়া আইন বাতিল না করলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো পদক্ষেপের বিষয়ে জাতিসংঘ নীরব থাকতে পারে না।

 

২০২৬ সালের ৮ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে গুতেরেস বলেন, UNRWA–বিরোধী আইন এবং সংস্থাটির সম্পদ ও স্থাপনা জব্দ করা আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের দায়বদ্ধতার সরাসরি লঙ্ঘন। তিনি এসব ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ২০২৪ সালের অক্টোবরে একটি আইন পাস করে, যার মাধ্যমে ইসরায়েলের ভেতরে UNRWA–এর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ নিষিদ্ধ করা হয়।

গত মাসে ওই আইনে সংশোধনী এনে UNRWA–এর স্থাপনাগুলোতে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধের বিধান যুক্ত করা হয়। এর ফলে সংস্থাটির মানবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর পাশাপাশি গত মাসেই ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে অবস্থিত UNRWA–এর অফিস ও অন্যান্য স্থাপনা জব্দ করে। জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে ইসরায়েল-অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করলেও ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।
জাতিসংঘের মহাসচিবের এই হুঁশিয়ারি দ্রুতই প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, গুতেরেসের হুমকিতে তারা বিচলিত নন এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ড্যানন দাবি করেন, UNRWA–এর কিছু কর্মচারী সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ভাষায়, মহাসচিব এসব গুরুতর অভিযোগের সমাধান না করে UNRWA–এর কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছেন, যা হামাসের একটি সহযোগী সংস্থার মতো কাজ করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে, UNRWA–কে ঘিরে চলমান এই বিরোধ ফিলিস্তিনি শরণার্থীদের মানবিক সহায়তা কার্যক্রমে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।

সূত্রঃ এম ই এম

এম.কে

আরো পড়ুন

ইউরোপে আশ্রয়ঃ বাংলাদেশসহ কিছু দেশের সামনে বড় বাঁধা

নাইজেল ফ্যারাজের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল ব্যাংক

নিউজ ডেস্ক

অভিবাসনে খড়গঃ এইচ-১বি ভিসায় বছরে ১ লাখ ডলার ফি বসালেন ট্রাম্প