TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় আমেরিকান টিকটকার

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিকটক তারকা ক্যানিয়ন মিম্বস পাকিস্তান সফরের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, পাকিস্তানে অবস্থানের সময় দেশটির সংস্কৃতি মানুষের আন্তরিকতা এবং ইসলামের শান্তি ও মানবিকতার বার্তায় তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। যার কারণে শেষ পর্যন্ত ইসলামকে জীবনের পথ হিসেবে বেছে নিয়েছেন।

ক্যানিয়ন মিম্বস আগে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি নন-রিলিজিয়াস (ধর্মনিরপেক্ষ) পরিবেশে বেড়ে ওঠেন। তবে পাকিস্তানের মানুষের আতিথেয়তা ও ধর্মীয় মূল্যবোধের সংস্পর্শে এসে তার চিন্তাভাবনা ও জীবনদৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়।

তিনি বলেন, পাকিস্তানে কাটানো সময় আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাকে নতুনভাবে বিশ্বাস ও মানবতার প্রতি দৃষ্টিভঙ্গি দিয়েছে।

তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং শুভকামনা জানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ক্যানিয়নের এই অভিজ্ঞতা প্রমাণ করে, ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং মানুষের বিশ্বাস ও জীবনদর্শনেও পরিবর্তন আনে।

পাকিস্তান সফর তার জীবনের একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে যা তার কথাতেই স্পষ্ট।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

জামায়াত ও হিন্দুত্ববাদ একই পাখির পালক”—বিস্ফোরক মন্তব্য কেরালার মুখ্যমন্ত্রীর

ইসরাইলের সমালোচনা করায় জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তাকে অপসারণ

অভিবাসী গ্রহণে নতুন রেকর্ড কানাডার