11.4 C
London
March 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইস্ট হামে মসজিদের বাইরে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ

ইস্ট হামের একটি মসজিদের বাইরে হামলায় একদল মুসলিম আহত হওয়ার পর একটি জাতিগত হামলার অভিযোগ তদন্ত করছে পুলিশ।

 

বিবিসির খবরে বলা হয়, বোতল ও হকি স্টিক নিয়ে সশস্ত্র বেশ কয়েকজন লোক মসজিদ বিলাল ও ইসলামিক সেন্টারের সদস্যদের উপর হামলা করেছে বলে জানাতে মঙ্গলবার রাত ৯টায় পুলিশকে ডাকা হয়েছিল।

 

জানানো হয়, পিলগ্রিমস ওয়েতে একটি বিল্ডিংয়ের বাইরে কাগজ সম্বলিত একটি বিনে আগুন দেওয়া হয়। এ হামলায় অনেক লোক সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসার প্রয়োজন হয়নি।

 

মেট পুলিশ বলেছে, তারা অনুসন্ধান করেছে কিন্তু সন্দেহভাজনদের কোন চিহ্ন খুঁজে পায়নি এবং এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

এলাকায় অতিরিক্ত টহল চালু করবে বলে জানায় পুলিশ।

 

২১ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

‘দয়া করে অন্ধের মতো বিদেশে ছুটবেন না’

ব্যাংকের ভুলে কিছু সময়ের জন্য কোটিপতি হয়েছিলেন পপলারের এক বাসিন্দা

যুক্তরাজ্যের রাস্তায় ইসরায়েল বিরোধী মিছিলে যোগ দিয়েছে হাজারও মানুষ