13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইস্ট হামে মসজিদের বাইরে মুসল্লিদের ওপর হামলার অভিযোগ

ইস্ট হামের একটি মসজিদের বাইরে হামলায় একদল মুসলিম আহত হওয়ার পর একটি জাতিগত হামলার অভিযোগ তদন্ত করছে পুলিশ।

 

বিবিসির খবরে বলা হয়, বোতল ও হকি স্টিক নিয়ে সশস্ত্র বেশ কয়েকজন লোক মসজিদ বিলাল ও ইসলামিক সেন্টারের সদস্যদের উপর হামলা করেছে বলে জানাতে মঙ্গলবার রাত ৯টায় পুলিশকে ডাকা হয়েছিল।

 

জানানো হয়, পিলগ্রিমস ওয়েতে একটি বিল্ডিংয়ের বাইরে কাগজ সম্বলিত একটি বিনে আগুন দেওয়া হয়। এ হামলায় অনেক লোক সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসার প্রয়োজন হয়নি।

 

মেট পুলিশ বলেছে, তারা অনুসন্ধান করেছে কিন্তু সন্দেহভাজনদের কোন চিহ্ন খুঁজে পায়নি এবং এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

এলাকায় অতিরিক্ত টহল চালু করবে বলে জানায় পুলিশ।

 

২১ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রাইভেট পার্কিং ব্যবস্থায় ছাড়ের ব্যবস্থা রেখে আসছে নতুন নিয়ম

যুক্তরাজ্যের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনঃ রাশিয়া

বিলেতে বাড়ি কেনাবেচা: মডার্ন অকশনে প্রপার্টি ক্রয়  

অনলাইন ডেস্ক