ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। মঙ্গলবার (১৩ আগস্ট) ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। একই সঙ্গে পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ।
পদত্যাগপত্রে শমী কায়সার লেখেন, বিগত তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালনকালে অন্যদের সঙ্গে নিয়ে ই-ক্যাবকে শক্তিশালী অ্যাসোসিয়েশনে নিয়ে আসার চেষ্টা করেছি। সভাপতি হিসেবে কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলাম না, শুধু নীতিগত পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জড়িত ছিলাম।
এদিকে সভাপতির অবর্তমানে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্যকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি।
প্রসঙ্গত, গত ২৭ জুলাই ই-ক্যাবের নির্বাহী পরিষদের পরবর্তী নির্বাচনের দিন ধার্য ছিল। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে সেটি পিছিয়ে যায়।
এম.কে
১৪ আগস্ট ২০২৪