TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ই-বাইক ব্যবহারকারী মুখোশধারী গ্যাং, যুক্তরাজ্যে মোবাইল চুরির ঢেউ

যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে ২২৫টির বেশি মোবাইল চুরি হচ্ছে, যা মোবাইল চুরির হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।

ফ্রিডম অফ ইনফরমেশনের (FOI)মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই পর্যন্ত ১২ মাসে অন্তত ৮৩,৯০০টি মোবাইল চুরির ঘটনা নথিভুক্ত করা হয়েছে—যা পাঁচ বছর আগের (৪৫,৮০০) সংখ্যার প্রায় দ্বিগুণ।

এই অপরাধ প্রবণতার কেন্দ্রস্থল লন্ডন, যেখানে গত পাঁচ বছরে মোবাইল চুরির সংখ্যা দ্বিগুণ হয়ে ৬৫,৬০০-এ পৌঁছেছে।

পুলিশ জানিয়েছে, শক্তিশালী অপরাধী চক্র ব্যস্ত ফুটপাত এলাকায় ই-বাইক চালিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য পাঠাচ্ছে। যেখানে তারা ১,৫০০ পাউন্ড মূল্যের ফোন টার্গেট করছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বিষয়টিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার, তিনি ফোন চুরি প্রতিরোধে পুলিশের ক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

একটি স্মার্টফোন চুরি প্রতিরোধ সম্মেলনে সভাপতিত্ব করার সময় কুপার বলেন, “গত কয়েক বছরে মোবাইল ফোন চুরির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে— আমাদের অবশ্যই এটি বন্ধ করতে হবে।”

দ্য ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া পুলিশের তথ্য অনুযায়ী:

মেট্রোপলিটন পুলিশ এককভাবে ৭৫% মোবাইল চুরির মামলা (৬৪,২২৪টি) সামলেছে।

 

কেন্ট পুলিশ ১,৭২২, সাউথ ইয়র্কশায়ার পুলিশ ১,৫৭৭ এবং ল্যাঙ্কাশায়ার পুলিশ ১,৪৬৭টি মোবাইল চুরির মামলা নথিভুক্ত করেছে।

 

এসেক্স (১,৩৮৩), ওয়েস্ট ইয়র্কশায়ার (১,২৫৬), নটিংহ্যামশায়ার (১,১১৫) এবং বেডফোর্ডশায়ার (১,০২২) পুলিশও উচ্চ সংখ্যক মোবাইল চুরি রেকর্ড করেছে।

 

তুলনামূলকভাবে গ্রামাঞ্চলের পুলিশ বাহিনী যেমন কাম্ব্রিয়া (২১০) এবং গ্লুচেস্টারশায়ার (৩৪) কম সংখ্যক মোবাইল চুরির ঘটনা নথিভুক্ত করেছে।

মেট্রোপলিটন ও লন্ডন সিটি পুলিশ গত এক বছরে ১২,৪৬৬টি ডাকাতি (মোবাইল ছিনতাইসহ) ঘটনার তথ্য দিয়েছে—যা পাঁচ বছর আগের (১১,৮৮২) তুলনায় বেড়েছে।

বৃহস্পতিবার সকালে, স্মিথফিল্ডে সিকিউরিটি স্টাফ এক সন্দেহভাজন চোরকে আটক করে, যে একটি ইজি ইলেকট্রনিক বাইকে ছিল এবং তার কাছ থেকে আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ক্রিস্টোফার ব্রামাহ-ক্যালভার্ট নামে এক ব্যক্তি গত বছর লন্ডনের হাই হোলবর্ন এলাকায় এক জিমের বাইরে তার হাতে থাকা iPhone 13 ই-বাইক আরোহীর দ্বারা ছিনতাইয়ের শিকার হন। পরে, তিনি নিজের ফোন চীনে ট্র্যাক করেন এবং তাকে ফোনটি তার অ্যাপল অ্যাকাউন্ট থেকে বিচ্ছিন্ন করার জন্য হুমকি দেওয়া হয়।

 

লেবার এমপি ক্রিস ওয়েবও তার লন্ডনের ফ্ল্যাটে ফেরার পথে মোবাইল চুরির শিকার হন।

 

একজন নারী নর্থ লন্ডনে দুই সন্দেহভাজনকে ধাওয়া করে তার ফোন উদ্ধার করতে সক্ষম হন বলে জানা যায়।

বুধবার, মেট্রোপলিটন পুলিশ এক সপ্তাহে ১,০০০ চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছে এবং ২৩০ জনকে গ্রেপ্তার করেছে।

গত বছর, সিটি অব লন্ডন পুলিশ এক চোরকে ২৪টি মোবাইল সহ গ্রেফতার করেছে।

তবে, ইন্সপেক্টর ড্যান গ্রিন জানিয়েছেন, অবৈধ ই-বাইকের ক্রমবর্ধমান ব্যবহার তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ১৮ মাসে তারা ৪০০টির বেশি ই-বাইক জব্দ করেছে—যা যুক্তরাজ্যের অন্য যে কোনো বাহিনীর চেয়ে বেশি।

গ্রিন বলেন, “ই-বাইকগুলো ৫০, ৬০, এমনকি ৭০ মাইল প্রতি ঘণ্টায় চলতে পারে। এগুলো এতটাই গতিশীল যে আমরা অনেক সময় তাদের নাগালই পাই না।”

তিনি আরও বলেন, “চোররা দলবদ্ধ হয়ে কাজ করে এবং তারা লন্ডনকে একটি ‘সুযোগের জায়গা’ হিসেবে দেখে, যেখানে প্রতিদিন অসংখ্য ফোন চুরি করা সম্ভব।”

চোরেরা নতুন মডেলের ফোন (যেমন iPhone 15 ও 16) টার্গেট করে এবং পুরোনো ফোনগুলো ছিনতাইয়ের কয়েক সেকেন্ডের মধ্যেই ফেলে দেয়।

পুলিশের ট্র্যাকিং অনুযায়ী, চুরি যাওয়া মোবাইল ফোন উত্তর আফ্রিকা, দুবাই এবং চীনের শেনঝেন পর্যন্ত পাচার হচ্ছে, যেখানে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট রয়েছে।

ইন্সপেক্টর গ্রিন প্রযুক্তি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফোনের ১৫-সংখ্যার IMEI কোড লক স্ক্রিনে দৃশ্যমান করার জন্য, যাতে মালিককে শনাক্ত করা সহজ হয়।

তিনি লন্ডনের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার অনুরোধ করে বলেন, “আমরা একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি, তবে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই গ্যাংগুলোকে ধ্বংস করা সম্ভব।”

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
০৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইলেকট্রিশিয়ান সেজে গাঁজা খামারের জন্য বিদ্যুৎ চুরি, আটজন কারাগারে

ইথিওপিয়ার রাজপুত্রের দেহাবশেষ ফেরত দিতে নারাজ ব্রিটিশ রাজপরিবার

নিউজ ডেস্ক

ধনীদের জন্য বিদেশি স্বামী-স্ত্রী নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে যাচ্ছে অনাগত ইমিগ্রেশন আইন