0.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, দেশজুড়ে কঠোর লকডাউন

প্রথম বারের মতো সরকারিভাবে কোভিড-১৯ সংক্রমণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১২ মে) সংক্রমণের কথা জানানোর পাশাপাশি দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন প্রাদুর্ভাব দেখা দিয়েছে; কিন্তু কতোজন আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি।

 

প্রতিবেদনটিতে কোভিড শনাক্ত হওয়াকে ‘বৃহত্তম জরুরি ঘটনা’ বর্ণনা করে এতে দেশটির ‘কোয়ারেন্টিন ফ্রন্ট’ লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

 

সুপ্রিম লিডার কিম জং উন এ প্রাদুর্ভাব মোকাবেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করছেন বলে জানিয়েছে তারা।

 

তবে উত্তর কোরিয়ার সরকারি ভাষ্যে প্রথমবারের মতো কোভিড রোগী শনাক্তের কথা বলা হলেও দেশটিতে অনেক দিন থেকেই করোনাভাইরাসের উপস্থিতি আছে বলে ধারণা পর্যবেক্ষকদের।

 

বিশ্বজুড়ে মহামারির দীর্ঘ সময়ে উত্তর কোরিয়া কখনও এক জনও করোনাভাইরাসে আক্রান্তের কথা স্বীকার করেনি। তবে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ নিয়ে সন্দেহ পোষণ করেন। বিশেষ করে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও চীনে ব্যাপকভাবে অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়ার সময়েও উত্তর কোরিয়ায় এক জনও আক্রান্ত না হওয়ায় সে সন্দেহ গাঢ় হয়।

 

১২ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

ভারতে পচা রুটি ভাত ও কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছে মসলা

মর্গেজ অ্যাডভাইজ: লাভজনক প্রোডাক্ট ট্রান্সফার রেট পাওয়ার কৌশল

অনলাইন ডেস্ক

চ্যানেলে মানব পাচারে ব্যবহার হচ্ছে চোরাই চীনা নৌকা

অনলাইন ডেস্ক