4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

এইচএসসিতে পাসের হারে শীর্ষে সিলেট, বেড়েছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ। সিলেট শিক্ষা বোর্ডে শুধু পাসের হারই বাড়েনি, বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যাও।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, পাসের হারে এ বছর শীর্ষে থাকা সিলেট বোর্ডের পরেই রয়েছে বরিশাল বোর্ড। বরিশালে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ।

আজ (১৫ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

উপস্থিতি, পাসের হার, এবং জিপিএ ফাইভ অর্জনের দিক থেকে ছাত্রীরা ছাত্রদের থেকে এগিয়ে আছেন।

৪৯ হাজার ৩৫৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪২ জন ৬৬১ জন পাস করেছেন। মোট পাসের হার ৮৬.০৪ শতাংশ। এছাড়াও জিপিএ ফাইভ পেয়েছেন ৩ হাজার ৮২৯ জন ছাত্রী।

তুলনামূলকভাবে, ছাত্রদের পাসের হার ছিল ৮৩.৮৫ শতাংশ। মোট ৩৩ হাজার ৮১১ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন। জিপিএ ফাইভ পেয়েছেন মোট ২ হাজার ৮৬৯ জন ছাত্র।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষার সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বাকি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া পরীক্ষাগুলোর নম্বর শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়।

এম.কে
১৬ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

সাবেক তিন সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা, আসামি হাসিনা-কাদেরও

একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা হত্যা করেন প্রধানমন্ত্রীঃ রাকিন

গিনেজ বুকে নাম লেখাতে মিঠামইনে শুরু ‘আল্পনায় বৈশাখ-১৪৩১’