4 C
London
November 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র ও কানাডা

একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন। কানাডার অটোয়ায় সম্প্রতি এক বৈঠকে উভয় দেশের নেতারা এ বিষয়ে আলোচনা করেন। সারা বিশ্বের যে কোনো দেশেই গণতন্ত্র চর্চা করা অতীব জরুরি বলে উভয় নেতা মত দেন। তারা মনে করেন যে দেশে গণতন্ত্রের চর্চা থাকবে না সে দেশ তাদের বন্ধু নয়। গণতান্ত্রিক শক্তি জোরদারকরণ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, একনায়কতান্ত্রিক জোটের মোকাবেলা ছিল এ বৈঠকের মূল আলোচ্য বিষয়। মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক দিনের মধ্যেই বাইডেন-ট্রুডোর এ বৈঠক বলে বিশ্ব গণমাধ্যমের খবরে জানা যায়।
রুশ অভিযানের বিরুদ্ধে বাইডেন ও ট্রুডো দুজনই ইউক্রেন ও ন্যাটো জোটের প্রতি তাদের অটল প্রতিশ্রুতির ওপর গুরুত্বরোপ করেন। বৈঠকে উভয় দেশের মধ্যে শক্তিশালী বন্ধনের ওপর জোর দেয়া হয়েছে। এছাড়া সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে ও সেমিকন্ডাক্টর উৎপাদন বিষয়ে তারা চুক্তিতে সম্মত হয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার অভিযানকে পশ্চিমা দেশগুলো আগ্রাসন হিসেবে দেখছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের বন্ধুত্ব প্রকাশ পেয়েছে এবং দুই নেতাই ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছেন। এ প্রেক্ষাপটে যৌথ সংবাদ সম্মেলনে ট্রুডো ও বাইডেন চীন-রাশিয়ার সম্পর্ক ও সহযোগিতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন চীন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে কোনো অস্ত্রই সরবরাহ করেনি।
বাইডেন জানান, যুক্তরাষ্ট্র ন্যাটো, জি৭, দক্ষিণ কোরিয়া ও কোয়াডকে (যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান) নিয়ে মিত্রতা বাড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা উল্লেখযোগ্যভাবে আমাদের জোট সম্প্রসারণ করেছি।  ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে যুক্তরাষ্ট্র-কানাডা।’
ট্রুডো বলেন, ‘ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও চীনের দৃঢ় উত্থানে এতে কোনো সন্দেহ নেই যে আমরা উত্তর আমেরিকায় বাজার গড়তে সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সৌর প্যানেল ব্যাটারি সবকিছুতে একে অন্যের দিকে ঝুঁকছি।’
উত্তর আমেরিকার দীর্ঘতম অভিন্ন স্থল সীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্র-কানাডার। নতুন চুক্তিটি সীমান্তে অনানুষ্ঠানিকভাবে অভিবাসীদের প্রবেশ বন্ধে কাজ করবে। চুক্তি অনুযায়ী, অবৈধভাবে পার হওয়া আশ্রয়প্রার্থীদের ফেরত দেয়া হবে। কানাডা ১ হাজার ৫০০ অভিবাসী ফেরত নিতে সম্মত হয়েছে।

আরো পড়ুন

কারাগারে যাওয়ার জন্য ব্যাংক ডাকাতি!

ইরানের সরকার ইসরায়েলের চেয়ে দেশের জনগণকে বেশি ভয় পায়ঃ নেতানিয়াহু

ফুল ফান্ডেড স্কলারশিপের সুযোগ অস্ট্রিয়ায়