10.7 C
London
May 17, 2024
TV3 BANGLA
সারাদেশ

একসঙ্গে দুই হাতেই টিকা দিলেন নার্স

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (০৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত জানা গেছে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

 

ইসমত আরার স্বামী নাহিদুল ইসলাম স্বপন সাংবাদিকদের বলেন, সকালে স্ত্রীকে নিয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলাম। স্বাস্থ্যকর্মী প্রথমে ইসমত আরার বাম হাতে টিকা দেন। ইসমত আরা ডান হাত দিয়ে তার টিকা গ্রহণের স্থান ধরে রেখেছিলেন। সে সময় অন্য এক স্বাস্থ্যকর্মী তার ডান হাতেও টিকা দেন।

 

এ ঘটনায় নাহিদুল ইসলাম স্বপন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, ভুলবশত ইসমত আরাকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভালো আছেন।

টিটন বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে, সারা দেশে একযোগে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শনিবার (০৭ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

৭ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

‘তালেবান জনগণের সরকার হলে বন্ধুত্বের দরজা খোলা’

সাকিবকে নিয়ে জনমনে ক্ষোভ: সংবাদমাধ্যমের দায় কতটুকু?

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় মাদরাসার ছাত্র-শিক্ষকসহ আটক ৪

অনলাইন ডেস্ক