ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি নিয়ন্ত্রকদের সিদ্ধান্তকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) দেওয়া ১৪ কোটি ডলারের জরিমানার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ইইউ প্রযুক্তি খাতে এমন কঠোর অবস্থান নিয়ে ‘ভুলপথে’ এগোচ্ছে।
গত শুক্রবার অনলাইন কনটেন্ট–সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে এক্সের বিরুদ্ধে বড় অঙ্কের এই জরিমানা ঘোষণা করে ইইউ। ট্রাম্প বলেন, ইউরোপের এ ধরনের পদক্ষেপ শুধু ব্যবসার পরিবেশকেই নষ্ট করছে না, বরং সাধারণ মানুষের জন্যও ‘খুব খারাপ’ বার্তা তৈরি করছে।
ট্রাম্প জানান, তিনি সোমবার রাতের মধ্যেই ইইউর জরিমানার পূর্ণাঙ্গ তদন্ত ও ব্যাখ্যা দেখতে চান। তার ভাষায়, “আমি বুঝতে পারছি না, তারা কীভাবে এমন করল। ইউরোপকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।”
ইলন মাস্ক কি এ বিষয়ে কোনো সহায়তা চান বা তার সঙ্গে যোগাযোগ করেছেন—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এখন পর্যন্ত মাস্ক তার সঙ্গে কোনো আলোচনা করেননি। তবে তিনি ইঙ্গিত দেন যে, বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের ওপরও প্রভাব ফেলতে পারে, তাই ঘটনাটি তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
সূত্রঃ রয়টার্স
এম.কে

