15.4 C
London
August 1, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

অ্যামাজনের এক ট্রিলিয়ন ডলার দরপতন

দুঃসংবাদ পিছু ছাড়ছে না টেক জায়ান্টদের। টুইটার ও মেটার ছাটাইয়ের পর বড় মূল্য হারিয়েছে অ্যামাজন। সম্প্রতি এক ট্রিলিয়ন ডলার বাজার মূল্য কমেছে কোম্পানিটির।

 

ব্লুমবার্গের মতে, ক্ষতির ফলে অ্যামাজন প্রথম পাবলিক কোম্পানি যা এক ট্রিলিয়ন ডলার হারিয়েছে।

 

অ্যামাজন স্টক শুধুমাত্র এই বছর তার মূল্যের প্রায় ৪৮% হারিয়েছে। নভেম্বরে, অ্যামাজনের বাজার মূল্য ১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

 

২০২১ এর জুলাইতে জেফ বেজসের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ২১৪ কোটি মার্কিন ডলার। তা কমে এবার হয়েছে ১১১ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার মার্কেট বন্ধের সময় দেখা যায়, প্রায় ৩৩ শতাংশ স্টক কমেছে। অগস্টে পাওয়া তথ্য অনুসারে, বেজোসের প্রায় ৯৯৬ মিলিয়ন শেয়ার রয়েছে। এদিকে, ২০১৯ এ ম্যাকেঞ্জি স্কট বেজোসের সঙ্গে পার্টনারশীপ ছেড়ে বেরিয়ে যান। তিনিও প্রায় ৭ বিলিয়ন ডলার খুইয়েছেন। স্কটেরও অ্যামাজনে শেয়ার ছিল প্রায় ২৯৩ মিলিয়ন।

 

ব্লুমবার্গ বিলিয়োনেয়ার্স ইন্ডেক্স জানিয়েছিল,  অ্যামাজন-কর্তা বেজোসের এক দিনে ৯.৮ বিলিয়ন ডলার খসে গিয়েছে।

 

এর আগে মেটার প্রধান মার্ক জুকারবার্গ, এলন মাস্ক এবং চাংপেং ঝাও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।

 

১৩ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পূর্ব ইউরোপে সৈন্য পাঠাবে যুক্তরাজ্য: বরিস জনসন

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাজ্য: হাইকমিশনার

আইনি ঝামেলায় ব্রেক্সিট পরবর্তী ইইউ নাগরিকরা

অনলাইন ডেস্ক