20 C
London
May 28, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

এক পাউন্ডে ১৫৪ টাকা, দরপতনে রেকর্ড

বাংলাদেশি টাকার দাম ফের কমলো। ব্রিটেনের ১ পাউন্ড সমান বাংলাদেশি টাকায় ১৫৪.৩০ টাকা। টাকার বিপরীতে পাউন্ডের উচ্চ মূল্যের অতীতের সব রেকর্ড ২৮ ন‌ভেম্বর ছাড়িয়ে যায়।

ব্রিটেনের বেশ ক‌য়েক‌টি মা‌নি ট্রান্সফার প্রতিষ্ঠানের সাথে কথা ব‌লে জানা গেছে, গত সোমবার বি‌কা‌লে টাকার বিপরীতে পাউন্ডের মূল্য ছিল ১৫৩ টাকা। মঙ্গলবার সকালে ১৫৪.৩০ টাকা মূল্যে লেনদেন শুরু হয়। প‌রে তা ১৫৫ টাকায় উঠে। পাউন্ডের বিপরীতে টাকার রেকর্ড পরিমাণ বিনিময় হা‌র নি‌য়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় কমিউনিটিতে।

এ ব্যাপারে মন্তব্য কর‌তে গি‌য়ে লন্ডনের মা‌নি ট্রান্সফার প্রতিষ্ঠানের একজন স্বত্বাধিকারী ব‌লেন, আজ‌কের রেট অতী‌তের সব রেকর্ড ভেঙ্গে দি‌য়ে‌ছে। কমিউনিটিতে চাঞ্চল্য সৃষ্টি হ‌য়ে‌ছে এত বে‌শি বি‌নিময়মূল‌্য দে‌খে। ১৫৪.৩০ টাকা রে‌টের পরও সরকার আরও প্রণোদনা দি‌চ্ছে। ত‌বে টাকার মূল্যমান পাউন্ডের বিপরীতে এত ভয়াবহভাবে ক‌মে যাওয়া বাংলাদেশের অর্থনীতির দৈন্যদশা‌র চিত্র, যা বাংলাদেশি হি‌সে‌বে আমা‌দের জন‌্য উদ্বেগজনক।

উল্লেখ্য যে, এর আগে গত ৬ ন‌ভেম্বর পাউন্ডের বিনিময় মূল্য ১৫২ টাকায় উঠে।

সূত্রঃবাংলা ট্রিবিউন

এম.কে
২৯ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রথমবারের মতো তীব্র গরমের সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

অবন্তিকার আত্মহত্যায় উত্তপ্ত জবি, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

লাখ লাখ কর্মী চাকরি ছাড়ছেন যুক্তরাষ্ট্রে